লজ্জার হারের পর ভারতীয় শিবিরে সামি ধাক্কা
ডান হাতে চোট পেয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অনিশ্চিত মহম্মদ সামি।
TV9 বাংলা ডিজিটাল: অ্যাডিলেডে লজ্জার হারের পর আরও বড় ধাক্কা ভারতীয় শিবিরে। বাকি তিনটে টেস্ট না খেলেই দেশে ফিরে যাচ্ছেন দলের অধিনায়ক আর এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। তার মধ্যেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে আরও চিন্তায় ফেলে দিয়েছে তারকা পেসার মহম্মদ সামির চোট।
শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় কনুইয়ে চোট পান বাংলার পেসার। প্যাট কামিন্সের বল গিয়ে লাগে সামির ডান হাতে। ব্যথায় কাতরাতে থাকেন সামি। প্রাথমিক চিকিৎসার পরও ড্রেসিংরুমে ফিরে যেতে হয় তাঁকে। আর ব্যাট করতে পারেননি তারকা পেসার। ফলে ৩৬ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। যা টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর।
Ouch…
Shami is getting some treatment for a nasty blow on the arm: https://t.co/LGCJ7zSdrY #AUSvIND pic.twitter.com/SyodTTQXO0
— cricket.com.au (@cricketcomau) December 19, 2020
অস্ট্রেলিয়ার ইনিংসের সময়ও মাঠে দেখা যায়নি সামিকে। খেলার শেষে সাংবাদিক সম্মেলনে কোহলিকে সামির চোট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, আশার কথা শোনাতে পারেননি ভারত অধিনায়ক। কোহলি বলেন, ‘স্ক্যান করতে হাসপাতালে গেছে সামি। তবে ওর হাতে এতটাই ব্যথা ছিল যে হাত তুলতেই পারছিল না’। মনে করা হচ্ছে আগামীকালের মধ্যে ভারতীয় পেসার সম্পর্কে একটা পরিষ্কার ছবি পাওয়া যেতে পারে।
আরও পড়ুন:একই দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন
সামি না খেললে বক্সিং ডে টেস্টে বিরাট ধাক্কা খাবে ভারতীয় দল। এমনিতেই চোটের জন্য নেই ইশান্ত শর্মা। সেক্ষেত্রে নভদীপ সাইনি অথবা সিরাজের ওপর ভরসা করতে হবে রাহানেকে। মেলবোর্নই ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। অ্যাডিলেডে ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া।