Mohammed Shami: বিশ্বকাপের প্রস্তুতি? এশিয়া কাপে নামার আগে মাথায় চুল বসালেন সামি!
এ বারের এশিয়া কাপে ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী ভারতীয় টিম। তারই মাঝে ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami) একটু বেশি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন।
বর্তমানে মাথায় চুল না থাকলে, কম থাকলে অনেক পুরুষই ভুগছেন আত্মবিশ্বাসের অভাবে। মেয়ে হোক বা ছেলে চুল পড়া এক বিরাট সমস্যা। বর্তমানে অনেকেই এই সমস্যায় নাজেহাল। তা থেকে মুক্তি পেতে অনেকেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করেন। এ বার সেই পথেই হাঁটলেন মহম্মদ সামি। Eugenix Hair Sciences এই ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন সামি। সপ্তাহ খানেক আগে ওই ক্লিনিকের সোশ্যাল মিডিয়া সাইটে সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার খবর জানিয়েছিল। ভারতীয় তারকা ক্রিকেটার সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কাজটি করেছেন ওই ক্লিনিকের কো-ফাউন্ডার ডক্টর প্রদীপ শেঠী এবং ডক্তর আরিকা বনসল।
সামির ক্ষেত্রে ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কৌশল অবলম্বন করেছে ওই ক্লিনিক। যা শুধুমাত্র হেয়ারলাইন পুনরুদ্ধার করতে সাহায্য করে না বরং চুলের ঘনত্ব এবং টেক্সচার যেন প্রাকৃতিক চুলের সঙ্গে মেলে তা নিশ্চিত করে। ওই ক্লিনিটের ইউটিউবে শেয়ার করা এক ভিডিয়োকে মহম্মদ সামি তাঁর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “পুরো প্রক্রিয়াটির সময় আমি সত্যিই ভালো অনুভব করেছি। প্রথমত চিকিৎসার জন্য এবং এখানকার কর্মীদের আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়া সবকিছুই খুব ভালো ছিল। এবং এখানকার সকলে খুব হেল্পফুল। এ বার দেখা যাক কী ফল পাওয়া যায়।”
সোশ্যাল মিডিয়ায় সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর ছবি ভাইরাল হতেই, সেখানে অনেকে কমেন্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা কবে এই পথে পা বাড়াবেন? অনেকে হিটম্যানকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শও দিয়েছেন। এ বার দেখার রোহতিও এই পথে হাঁটেন কিনা।
Rohit sharma needs it too 💀
— Sports Fan (@crazyforsports7) August 30, 2023