
কলকাতা: ক্রিকেট তাঁকে ক্যাপ্টেন কুল তকমা দিয়েছে। মাথা ঠান্ডা রেখে কীভাবে ম্যাচ হাসিল করতে হয় তার অন্যতম উদাহরণ মহেন্দ্র সিং ধোনি। তিনি ক্রিকেটটা খেলতেন মাথা দিয়ে। বুদ্ধি ও কবজির জোরে ভারতেকে একটি নয়, তিনটে আইসিসি ট্রফি এনে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ধোনির সঙ্গে ক্রিকেটের সম্পর্ক এখন শুধুই হলুদ সুঁতোয় বাঁধা। নতুন বছরে আইপিএলে ফের চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে নিজেকে মেলে ধরতে আসছেন ধোনি। ফ্যানদের মন রাখতে পুরনো হেয়ারস্টাইলে ধরা দেবেন। আইপিএল নিয়ে তোড়জোড় শুরুব হতেই ফের আলোচনায় মাহি। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভালো খাবারের জন্য ভক্তদের পাকিস্তানের ঠিকানা দিচ্ছেন মাহি। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাইশগজের ইতিহাসে ভারত-পাক সম্পর্ক কোনওদিনই ভালো নয়। সোশ্যাল মিডিয়াতেও ভারত-পাক ভক্তদের মধ্যে লড়াই লেগেই থাকে। তবে পাকিস্তান ভক্তদের প্রিয় তালিকায় থাকেন ধোনি। উল্টোদিকে মাহিও বেশ পছন্দ করেন পাকিস্তানের খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যাতে সুস্বাদু খাবারের খোঁজে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন মাহি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ভক্তকে মাহিল বলছেন, “সুস্বাদু খাবার খেতে চাইলে পাকিস্তানে চলে যাও। ওখানের খাবার একবার খেলে মুখে লেগে থাকবে।” যদিও ধোনির পরামর্শে রাজি হননি সেই ভক্ত।
পাল্টা সেই ভক্ত জানান, খেতে ভালোবাসেন তবে ভালো খাবার খেতে পাকিস্তানে যেতে পারবেন না। এই পোস্টে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। আবার কেউ কেউ ধোনিকেও সমর্থণ করেছেন। পাকিস্তানি খাবারকে সুস্বাদুর তকমা দেওয়ার জন্য ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন এক পাক সংবাদ সঞ্চালক। নিজের শো প্যাভিলিয়নের মাধ্যমে মাহিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, ধোনিকে পাকিস্তানে আসার আগাম নিমন্ত্রণও জানিয়েছে তিনি।