AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhruv Jurel: বাবা লড়েছেন কার্গিল যুদ্ধে, ধোনি-বাণী নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছেন ধ্রুব

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের এক ম্যাচের আগে ধ্রুব জুরেল কথা বলেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। সেই সময় তিনি তাঁকে জিজ্ঞাসা করেন, ৬-৭ নম্বরে ব্যাট করতে নেমে কী ভাবে ধারাবাহিকতা বজায় রাখা যায়? ধোনি তাঁকে জানান, ফলাফল কী হবে তার আশা না করে একটি পরিকল্পনা করে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

Dhruv Jurel: বাবা লড়েছেন কার্গিল যুদ্ধে, ধোনি-বাণী নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছেন ধ্রুব
Dhruv Jurel: বাবা লড়েছেন কার্গিল যুদ্ধে, ধোনি-বাণী নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছেন ধ্রুব
| Updated on: Jan 19, 2024 | 2:50 PM
Share

কলকাতা: আগ্রার ডিফেন্স কলোনিতে গিয়ে তাঁর খোঁজ নিলেই হল… এক ডাকে সকলে তাঁকে চেনে। তিনি ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন ধ্রুব। তিনি পরিচিত ‘ক্যাপ্টেন ধ্রুব’ নামে। এখন তাঁর পাড়ায় সকলে একটাই আলোচনা করছেন, ‘ধ্রুব তো এ বার বিরাট, রোহিতদের সঙ্গে খেলবে।’ কার্গিল যুদ্ধে লড়েছিলেন তাঁর বাবা। এ বার সেই ধ্রুব জুরেল লড়বেন ইংলিশ ব্রিগেডের বিরুদ্ধে। অবশ্য এই লড়াই ২২ গজে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি জানুয়ারিতে শুরু হবে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ধ্রুব জুরেল জানালেন, তাঁর আদর্শ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) টিপস এই সিরিজে কাজে লাগবে।

গভীর রাতে হয়েছিল ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের দল ঘোষণা। সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন ধ্রুব। তিনি জানিয়েছেন, যে দিন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ২টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছিল তখন তিনি প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। ফোনের শব্দে ঘুম ভাঙে। তিনি মেসেজ চেক করে দেখেন জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এরপর তিনি এই সুখবর জানাতে বাবা-মায়ের রুমে যান। তাঁর মা এই খবর জানতে পেরে আনন্দে কাঁদতে থাকেন। বিরাট-রোহিতদের টেলিভিশনে দেখে বড় হয়েছেন ধ্রুব। তাঁদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন, এই খবর তাঁকে রীতিমতো আনন্দিত করেছিল।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ধ্রুব জুরেল ধোনির কাছে পাওয়া টিপসের ব্যাপারে জানিয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের এক ম্যাচের আগে ধ্রুব জুরেল কথা বলেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। সেই সময় তিনি তাঁকে জিজ্ঞাসা করেন, ৬-৭ নম্বরে ব্যাট করতে নেমে কী ভাবে ধারাবাহিকতা বজায় রাখা যায়? ধোনি তাঁকে জানান, ফলাফল কী হবে তার আশা না করে একটি পরিকল্পনা করে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

ধ্রুব জুরেলের কথায়, ‘আমি ধোনি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম ৬ বা ৭এ ব্যাটিং করতে এসে আপনি এতটা ধারাবাহিক। এই ধারাবাহিকতা কী ভাবে বজায় রাখা যায়?’ ধ্রুবকে এই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, ‘যদি তোমাকে ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে হয়, পিচ সম্পর্কে তোমার কিছুই জানা থাকে না। অনিশ্চয়তা সত্ত্বেও তোমাকে মাঠে নামতে হবে। এবং সঙ্গে সঙ্গে বলের মোকাবিলা করতে হবে। এই পজিশনে ব্যাটিং করার ক্ষেত্রে ধারাবাহিকতা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সকলে সীমিত বল পায়। বাইরের চাপও থাকে। সেই সময় ফোকাসড থেকে নিজের কাজটা করাটাই আসল। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হয়। একটি পরিকল্পনা করে তা বাস্তবায়িত করার চেষ্টা করতে হয়। ফলাফলের আশা না করে সেই মুহূর্তে নিজের সেরাটা তুলে ধরলে সফল হবেই।’

আইপিএলের মঞ্চে নিজের আদর্শর সঙ্গে দেখা হওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন ধ্রুব। ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে, তিনি জানিয়েছেন ধোনির দেওয়া টিপস ইংল্যান্ড সিরিজের জন্য তাঁকে সাহায্য করবে।