MI vs CSK IPL 2022 Match Prediction: আইপিএলের মেগা ডুয়েলে আজ মুখোমুখি ধোনি-রোহিত

Mumbai Indians vs Chennai Super Kings Preview: আইপিএলের সেই শুরু থেকে এই দুটো টিমের লড়াই মানেই রানের বিস্ফোরণ। দুই টিমের ব্যাটার-বোলাররা মুখিয়ে থাকেন সেরাটা দেওয়ার জন্য। ধোনি-জাডেজার টিমের মতোই বেহাল দশা রোহিতদেরও। তবুও মেগা ম্যাচই বলতে হবে।

MI vs CSK IPL 2022 Match Prediction: আইপিএলের মেগা ডুয়েলে আজ মুখোমুখি ধোনি-রোহিত
রোহিত ও জাদেজার লড়াই নিয়ে আজ উন্মাদনা তুঙ্গে।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 9:00 AM

নভি মুম্বই: বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে ঠিকই, কিন্তু আইপিএলের (IPL 2022) ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) লড়াই-ই যেন সবচেয়ে বেশি। প্রতি বছর একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে ট্রফি হাতে তুলেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মুম্বইয়ের হাতে পাঁচটি ট্রফি তো চেন্নাইয়ের হাতে চারটি। অতীতে যেমন একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলেয়ে দৌড়েছে। তেমনই এ বারও ব্যর্থতার দৌড়ে একে অপরের সঙ্গেই দৌড়ছে মুম্বই ও চেন্নাই। লিগ টেবল বলছে, সব থেকে নিচে আছে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার দল। চেন্নাই একটা ম্যাচে জয় পেয়েছে, কিন্তু মুম্বইয়ের কপালে এখনও সেটা নেই। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছে চেন্নাই ও মুম্বই। ১৩টি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। ১৯টি ম্যাচ জিতেছে মুম্বই। সুপার কিংসদের সর্বোচ্চ স্কোর ২১৮, সেখানে মুম্বইয়ের সর্বোচ্চ স্কোর ২১৯।

দুটো দলই এখনও পর্যন্ত ছ’টি করে ম্যাচ খেলেছে। ক্রিকেট মহলের মতে, পারফরম্যান্সের বিচারে একটু হলেও এগিয়ে থেকে মাঠে নামবে চেন্নাই। ম্যাচ জিততে না পারলেও ক্রিকেটীয় বিচারে মুম্বইয়ের থেকে অনেক বেশি কমপ্যাক্ট পারফরম্যান্স জাদেজার দলের। একদিকে ধোনি, জাদেজা, রবিন, ব্রাভোর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন, অন্য দিকে আছেন, শিবম, ঋতুরাজ, মুকেশের মতো তরুণ ক্রিকেটাররা। জাদেজার কাছে সব থেকে স্বস্তির খবর ঋতুরাজের ফর্মে ফেরা। টপ অর্ডারে ঋতুর ব্যাট চলতে শুরু করলে প্রতিপক্ষের বোলাররা চাপে থাকবেন। তবে চেন্নাইয়ের চিন্তা ডেথ বোলিং। ব্রাভো ছাড়া কারও ওপর ভারসা করাটা মুশকিল হয়ে যাচ্ছে।

অন্য দিকে, বোলিং ব্যাটিং সবটাই সমস্যা রোহিত শর্মার মুম্বই শিবিরে। রোহিত রান পাচ্ছেন না। সব থেকে দামি ক্রিকেটার ঈশান কিষানও প্রথম তিনটে ম্যাচের পর থেকে সে ভাবে রানের মধ্যে নেই। দলের মিডল অর্ডারের স্তম্ভ কায়রন পোলার্ড এ বার চূড়ান্ত ব্যর্থ। মাঝের ওভারে সূর্যকুমার রোহিতের একমাত্র ভরসা। তাঁর ব্যাট চললে স্কোর বোর্ডে রান উঠছে, না হলে ব্যাটিং ভেঙে পড়ছে। বল হাতেও রোহিত ভরসা করার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না ক্যাপ্টেন রোহিত। কখনও বাসিল থাম্পি, কখনও মুরুগ্গান অশ্বিন, কখনও টিম ডেভিড সাহায্য করছেন বুমরাকে। তাতেও ম্যাচ জেতা সম্ভব হয়ে উঠছে না। ম্যাচ উইনারের খোঁজ শুরু থেকে চলছে রোহিতদের। আইপিএল অর্ধেক পথ পার করে ফেললেও সেই খোঁজ শেষ হয়নি।

আজ অবশ্য লড়াইটা সম্মানের। চেন্নাই ও মুম্বই কখনই কাউকে ছেড়ে কথা বলেনি। যতই খারাপ ফর্মে থাকুক দুই দল, ম্যাচটা টানটান হবে, আশা ক্রিকেট মহলের। খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।

আরও পড়ুন : KL Rahul-Athiya Shetty: শীতের আমেজেই বিয়ের পিড়িতে বসতে পারেন কেএল রাহুল ও আথিয়া