AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mustafizur Rahman, PSL: আইপিএল থেকে ছাঁটাই মুস্তাফিজুর খেলবেন পিএসএলে!

Pakistan Super League: পাকিস্থান সুপার লিগ তাদের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে মুস্তাফিজুরের পিএসএলে যোগ দেওয়ার খবর জানায়। তবে কোন টিমে খেলবেন, তা জানা যায়নি। পিএসএলে অংশগ্রহণ করায় আবার মুস্তাফিজুরকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

Mustafizur Rahman, PSL: আইপিএল থেকে ছাঁটাই মুস্তাফিজুর খেলবেন পিএসএলে!
পাকিস্তানে খেলবেন মুস্তাফিজ!Image Credit: PTI
| Updated on: Jan 07, 2026 | 4:09 PM
Share

কলকাতা: মুস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে দল থেকে বাদ দিয়েছে কেকেআর। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে খেলতে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ভারতেও দেখা গিয়েছে বিক্ষোভ। তাই কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। আগামী আইপিএলে দেখা যাবে না মুস্তাফিজুরকে। তিনবারের চ্যাম্পিয়ন টিম কেকেআর আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হয় কেকেআর।

পাকিস্থান সুপার লিগ তাদের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে মুস্তাফিজুরের পিএসএলে যোগ দেওয়ার খবর জানায়। তবে কোন টিমে খেলবেন, তা জানা যায়নি। পিএসএলে অংশগ্রহণ করায় আবার মুস্তাফিজুরকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলের নিয়ম অনুযায়ী কোনও বিদেশি খেলোয়াড় যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন যদি চোট পান, তা বেতন বিমার আওতায় পড়ে। কিন্তু মুস্তাফিজুর রহমানের এই পরিস্থিতি বিমার অন্তর্ভুক্ত নয়। ফলে কেকেআরের কাছ থেকে কোনও আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাও নেই বাংলাদেশি ক্রিকেটারের।

আইপিএলের একটি সূত্র বলছেন, “এই পরিস্থিতিতে বিমা দাবি করার কোনও সুযোগ নেই মুস্তাফিজুরের। সে ক্ষেত্রে কেকেআরকে টাকা দেওয়ারও কোন বাধ্যবাধকতা নেই।” তবে আইপিএল থেকে ছিটকে গেলেও পিএসএলে সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এখন দেখার, পাকিস্তানের মাটিতে কিন্তু কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন।