বিচ্ছেদের পর বিদেশে গিয়ে কী করছেন হার্দিক প্রাক্তন নাতাশা? মুহূর্তে ভাইরাল ছবি

Jul 22, 2024 | 2:27 PM

Natasa Stankovic: মা নাতাশার সঙ্গে ইতিমধ্যে দেশ ছেড়েছে হার্দিক পুত্র, সামনে নেই বাবা। মা-ই যেন এখন সবটা জুড়ে। যদিও ছেলের সঙ্গে নিত্য যোগাযোগ থাকবে বলেই জুটি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। 

বিচ্ছেদের পর বিদেশে গিয়ে কী করছেন হার্দিক প্রাক্তন নাতাশা? মুহূর্তে ভাইরাল ছবি

Follow Us

বিশ্বকাপ জয়ের আনন্দে কয়েকদিন আগেই চোখের জলে ভাসতে দেখা গিয়েছিল ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। আর তার কয়েকদিন যেতে না যেতেই আবার চোখের কোল ভরল তাঁর ভক্তদের। হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের পথ চলা থামে ১৮ জুলাই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন, দীর্ঘ চার বছরের পথচলা ইতি। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত বারবার উঠে আসছে বিভিন্ন পোস্টে। কখনও নাতাশার সঙ্গে মিষ্টি মুহূর্ত কখনও আবার সন্তানের সঙ্গে সময় কাটানো। বিচ্ছেদের সিদ্ধান্তে এবার সেই সন্তানই কাছ ছাড়া। মা নাতাশার সঙ্গে ইতিমধ্যে দেশ ছেড়েছে হার্দিক পুত্র, সামনে নেই বাবা। মা-ই যেন এখন সবটা জুড়ে। যদিও ছেলের সঙ্গে নিত্য যোগাযোগ থাকবে বলেই জুটি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

জীবনে নেই এখন হার্দিক। সংসার থেকে বেরিয়ে এখন কী করছেন বিদেশের মাটিতে নাতাশা? এবার নিজেই শেয়ার করলেন একগুচ্ছ ছবি। কখনও তিনি শপিং-এ ব্যস্ত, কখনও আবার তিনি ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। তেমনই নানা মুহূর্ত সকলের স
ঙ্গে ভাগ করে নিলেন নাতাশা। যা দেখে আবারও আবেগঘন হার্দিক ভক্তরা। অনেকেই মেনে নিতে পারেননি এই জুটির সিদ্ধান্ত। মন ভেঙেছে ভক্তদের।

গুঞ্জন ছিল বহুদিন থেকেই, ১৮ জুলাই সোশ্যাল মিডিয়ায় সবটা খোলসা করেন ক্রিকেটর। ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে হার্দিক সবটাই খোলসা করে লিখেছিলেন, “চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা (স্তানকোভিচ) আলাদা হচ্ছি। আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম এই সম্পর্ককে টিকিয়ে রাখার। পারিনি। তাই যা হয়েছে সেটাই আমাদের জন্য ভাল। আমাদের জন্য এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত। পরিবার বাড়তেই যে সম্মান, ভালবাসা নিয়ে বেড়ে উঠছিলাম সেই সব মাথায় রেখে এই কাজ মোটেও সহজ ছিল না।”

Next Article