Nepal Asia Cup 2023 Squad : নেতৃত্বে রোহিত, ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটারকে রেখেই এশিয়া কাপের দল ঘোষণা
২০২৩ এশিয়া কাপে আয়োজক দেশ পাকিস্তান এবং নেপালের মধ্যে ৩০ অগস্ট প্রথম ম্যাচ খেলা হবে। ম্যাচটি রয়েছে মুলতান স্টেডিয়ামে।
কাঠমান্ডু : ২০২৩ এশিয়া কাপের (Asia Cup 2023) উদ্বোধনী ম্যাচেই নামতে হবে তাদের। আয়োজক দেশ পাকিস্তানের বিরুদ্ধে ৩০ অগস্ট প্রথম ম্যাচ খেলবে নেপাল। তাই পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এশিয়া কাপের দল ঘোষণা করে দিল নেপাল। ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপে নেপালকে নেতৃত্ব দেবেন রোহিত পাওদেল। চলতি মাসের শুরু দিকে অবসর ঘোষণা করেন নেপালের (Nepal Cricket) ওডিআই ক্যাপ্টেন জ্ঞানেন্দ্র মাল্লা। তাঁকে ছাড়াই এশিয়া কাপে লড়বে দেশটি। নয়া ক্যাপ্টেনের পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে প্রাক্তন ক্যাপ্টেন সন্দীপ লামিছানেকেও। গত বছর ধর্ষণে অভিযুক্ত হন সন্দীপ। যদিও নেপালের জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। এশিয়া কাপ স্কোয়াডেও রাখা হয়েছে তাঁকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপে নেপাল রয়েছে ভারতের সঙ্গে এ গ্রুপে। ছয় দলের টুর্নামেন্টকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে আয়োজক দেশ পাকিস্তান, ভারত ও নেপাল রয়েছে। ৩০ অগস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচটি খেলবে এ গ্রুপের দুই টিম পাকিস্তান ও নেপাল। এরপর ভারত-পাকিস্তান দ্বৈরথ রয়েছে ২ সেপ্টেম্বর। টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে প্রাক্তন ক্যাপ্টেন সন্দীপের অন্তর্ভুক্তি অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। যদিও ধর্ষণে অভিযুক্ত এই ক্রিকেটার অনেকদিন ধরেই নেপালের হয়ে খেলছেন। তবে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে। গতবছরের অক্টোবরে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ খেলে ফেরার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লামিছানেকে গ্রেফতার করা হয়। নাবালিকা ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর উপর।
এশিয়া কাপের জন্য ঘোষিত নেপালের স্কোয়াড : রোহিত পাওদেল (ক্যাপ্টেন), কুশল ভূর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), ভীম শারকি, কুশল মালা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং এরি, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী, শ্যাম ধাকল, সন্দীপ জোরা, কিশোর মাহাতো এবং অর্জুন সৌদ।