IND W vs NZ W Report: পুরনোদের সঙ্গে নতুন চমক, অনবদ্য বোলিং-ফিল্ডিংয়ে বড় জয়
India vs New Zealand 1st ODI: হরমনপ্রীত কৌরের চোট থাকায় এই ম্যাচে খেলেননি। নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। টস জিতে ব্যাটিং নেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ব্যাটার তেজল হাসনবিস ও পেসার সাইমা ঠাকোরের। পুরনোদের সঙ্গে চমক দিলেন এই দুই নতুন মুখ।
সদ্য টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় দিয়ে শুরু করল ভারত। হরমনপ্রীত কৌরের চোট থাকায় এই ম্যাচে খেলেননি। নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। টস জিতে ব্যাটিং নেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ব্যাটার তেজল হাসনবিস ও পেসার সাইমা ঠাকোরের। পুরনোদের সঙ্গে চমক দিলেন এই দুই নতুন মুখ। সঙ্গে ভারতের দুর্দান্ত ফিল্ডিং। প্রথম ওয়ান ডে-তে ৫৯ রানের জয়, সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
ব্যাটিংয়ে অবশ্য হতাশ করেছে ভারতীয় দল। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপেই বিদায় নিয়েছে ভারত। ফলে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। সেই হতাশা থেকে বেরোতে পারলেন না ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ ভারত। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা রান পাননি। শেফালি, জেমাইমা, যস্তিকারা ৩০-এর কোটা পেরোলেও বড় ইনিংস খেলতে পারেননি। বরং ব্যাট হাতে নজর কাড়লেন নতুন মুখ তেজল হাসনবিস। ৪২ রান করেন তিনি। এ ছাড়াও অলরাউন্ডার দীপ্তি শর্মা করেন ৪১ রান। ৪৪.৩ ওভারে তাঁর উইকেটেই ভারতের ইনিংস শেষ হয় ২২৭ রানে।
নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের কাছে এই টার্গেট বড় নয়। সুতরাং, ম্যাচ জিততে ভালো বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংও প্রয়োজন ছিল। সেটাই করে দেখাল ভারত। ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল সাইমার জন্যও। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম ওভারেই উইকেট নিলেন সাইমা। তাও আবার কিংবদন্তি সুজি বেটস-এর উইকেট। সব মিলিয়ে ৭ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন সাইমা। বল হাতে নজর কাড়লেন অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার রাধা যাদব। তাঁর ঝুলিতে তিন উইকেট।
W.0.0.W 😎
An over filled with fielding brilliance 🤩
First Saima Thakor with the catch and then Captain Smriti Mandhana with a direct-hit 🔥
Live – https://t.co/VGGT7lSS13#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/dyD8tkK07K
— BCCI Women (@BCCIWomen) October 24, 2024
আলাদা করে বলতে হয় ফিল্ডিংয়ের কথা। তিনটি রান আউট করেছে ভারত। এর মধ্যে স্মৃতি একটি ডিরেক্ট থ্রোয়ে। আর সোফি ডিভাইনকে বুদ্ধিদীপ্ত রান আউট দীপ্তি শর্মার। ভারতের ২২৭-এর জবাবে ৪০.৪ ওভারে ১৬৮ রানেই অলআউট নিউজিল্যান্ড।
Sharp presence of mind produces a big wicket!👌👌
New Zealand lose their third in the chase as Sophie Devine is run-out.
Live – https://t.co/VGGT7lSS13#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/gvANXADVkA
— BCCI Women (@BCCIWomen) October 24, 2024