অ্যাডিলেডঃ অতিমারীতে (corona virus) ২০২০ সাল বদলে গিয়েছে মানুষের জীবনযাপনটাই। একের পর এক মৃত্যু। তার সঙ্গে লকডাউনের (lock down) জেরে বিশ্বজুড়ে আর্থিক মন্দা। কাজ হারানোর হাহাকার। আর এই বছরই নিজের ব্যাটেও ১২ বছর আগের খরা ফিরে এল ভারত( India) অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)।
২০০৮ সালের পর এই প্রথম বিরাটের ব্যাট থেকে এল না কোনও সেঞ্চুরি। শুধু টেস্ট নয়, সব ফরম্যাটেই সেঞ্চুরির মুখ দেখলেননা ভারত অধিনায়ক বিরাট। ভারতীয় ক্রিকেটের পিন আপ বয়-কে নিয়ে অ্যাডিলেড টেস্টে (Adeliade Test) হারের পর মুন্ডপাত করা হচ্ছে।আর চলতি বছরে নিজের শেষ ম্যাচ খেলে যখন ভারতের বিমান ধরলেন, তখন ব্যাটিং রেকর্ডও যে তাঁকে চিন্তায় রাখছে, তা বলার অপেক্ষা রাখেনা।
চলতি বছরে সব ফরম্যাট মিলিয়ে মোট ২৪টি ইনিংসে (Innings) ব্যাট করেছেেন বিরাট। করেছেন ৭০৬ রান। সর্বোচ্চ ৮৫ রান।
এবার নজর রাখব, ২০২০ সালের সেঞ্চুরিহীন বিরাটের ব্যাটের দিকে।
স্ত্রী সন্তানসম্ভবা। তাই প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাট কোহলিকে। এবার বিরাটের জীবনে আসছে নতুন দায়িত্ব। বিরাটপ্রেমীদের আশা, নতুন বছরে ফের জ্বলে উঠবে ক্যাপ্টেন কোহলির ব্যাট।