১৯৭৪ সালেও বিরাটদের মতোই ‘কোনও ভুল’ করেনি ভারত: সানি

অস্ট্রেলিয়ার বোলিং আজ অসাধারণ হয়েছে। ওদের বোলিং নিয়ে কোনও কথা হবে না। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের কিছু করার ছিল না। বলছেন সানি।

১৯৭৪ সালেও বিরাটদের মতোই কোনও ভুল করেনি ভারত: সানি
টিম ইন্ডিয়ার ভুল দেখছেন না সানি।

|

Dec 19, 2020 | 6:07 PM

TV9 বাংলা ডিজিটাল- সব বিপর্যয়ের পরই দু’রকম গল্প থাকে। প্রথমটা পাশে দাঁড়ানোর। দ্বিতীয়টা চরম সমালোচনার। টেস্টে ভারতের সর্বনিম্ন ৩৬ রানের নতুন রেকর্ডের পর সোশ্যাল মিডিয়ায় যা শুরু হয়ে গিয়েছে। সুনীল গাভাসকর, সচীন তেন্ডুলকরদের মতো কিংবদন্তীরা বলছেন, এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। ভারতের ফোকাস তাই হওয়া উচিত। আবার, সঞ্জয় মঞ্জরেকরের মতো কেউ কেউ খোঁচা দিতেও ছাড়ছেন না।

১৯৭৪ সালে লর্ডসে ৪২ রানে ইনিংস শেষ হয়েছিল ভারতের। এতদিন সেটাই ছিল ভারতের টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানের ইনিংস। ওই ম্যাচে ছিলেন সানিও। ৩৬ রানে বিরাট কোহলির টিম শেষ হয়ে যাওয়ার পর যিনি অতীতে ফিরে গিয়ে বলেছেন, ‘ওই দিনও এই রকমই ঘটনা ঘটেছিল। লর্ডসে সে দিন বল সুইং করছিল। আমরা কেউই সে দিন খারাপ শট মেরে আউট হয়নি। আমরা হয় উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেছিলাম, নয়তো এলবিডব্লিউ হয়েছিলাম।’

যে কারণে অ্যাডিলেড টেস্ট নিয়ে সানির ব্যাখ্যা, ‘যখন কোয়ালিটি বোলিংয়ের মুখে পড়ে একটা টিম, যখন বিপক্ষ বোলাররা নিখুঁত লাইন লেন্থে বোলিং করে, তখন তাদের বিরুদ্ধে রান করাটা খুব কঠিন হয়ে যায়। যেটা আজ বিরাটদের ক্ষেত্রে হয়েছে। আমি তো বলব, অস্ট্রেলিয়ার বোলিং আজ অসাধারণ হয়েছে। ওদের বোলিং নিয়ে কোনও কথা হবে না। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের কিছু করার ছিল না। ওরা কোনও ভুল করেনি।’

আরও পড়ুন – একই দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন

৩৬ রানের বিপর্যয়ের পরও ভারতকে ভেঙে পড়তে বারণ করছেন সচিন। তাঁর পরামর্শ, সিরিজে সবে একটা ম্যাচ হয়েছে। পুরো সিরিজটা শেষ হয়নি। তাই সামনে তাকাক রাহানে-পূজারারা। টুইটারে তিনি লিখেছেন, ‘প্রথম ইনিংসে ভারত যে ভাবে ব্যাট-বল করেছে, তাতে চালকের আসনে ছিল ওরাই। কিন্তু অস্ট্রেলিয়া ব্যাপক ভাবে আজ সকালে ফিরে এসেছিল ম্যাচে। টেস্ট ক্রিকেটের এটাই তো মাধুর্য্য। তবে ভারতকে বলব, যতক্ষণ না সিরিজ শেষ হচ্ছে, ততক্ষণ যেন ভেঙে না পড়ে। সামনে তাকাতে হবে।’

মঞ্জরেকর অবশ্য সরাসরি আক্রমণ করেছেন অজিঙ্ক রাহানেকে। পরের তিনটে টেস্টে যিনি নেতৃত্ব দেবেন ভারতের। মঞ্জরেকর বলেছেন, ‘রাহানের ব্যাটিং দেখার মতো ছিল! ও ফ্রন্ট ফুটে খেলতে চেয়েছিল। কিন্তু বলের লাইন আর লেন্থ নিয়ে কিছুটা হলেও দ্বিধায় ছিল। সেই কারণে বল ওর ব্যাট ছুঁয়ে চলে গেল। যে দেশের হয়ে বেশ কিছু টেস্ট ম্যাচ খেলে ফেলেছে, কঠিন পরিস্থিতিতে তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা তো করবেই। হনুমা বিহারীর থেকে রাহানের কাছে বেশি কিছু চাইবে টিম, এতে আর আশ্চর্য কী!’