কেপটাউন: দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে যুগ্ম বিজয়ী হয়েছিল ভারত। ওয়ান ডে সিরিজ জয়। আসল লক্ষ্য ছিল টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। এর বড় কারণ ব্যাটিং ব্যর্থতা। এ বারও প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানের বড় ব্যবধানে হার। প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির হাফসেঞ্চুরি। সার্বিক ভাবে ব্যাটিং বিভাগ ব্যর্থ। ভারতীয় ব্যাটিং দক্ষিণ আফ্রিকার পেস বাউন্সি পিচে খেলতে সমস্যায় পড়েন। প্রোটিয়া কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড ভারতের একজন ব্যাটারকেই বেছে নিলেন, যিনি তাঁকে ভালো ভাবে সামলাতে পারতেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অ্যালান ডোনাল্ড, মাখায়া এনতিনি, শন পোলক, ডেল স্টেইন। পেস বোলিংয়ে অন্যতম সেরা দক্ষিণ আফ্রিকা। কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড ভারতকে যথেষ্ঠ বেগ দিয়েছেন। ভারতের ব্যাটিং লাইন আপও কম শক্তিশালী ছিল না। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ। ডোনাল্ডের দাবি, ভারতের একজন ব্যাটারই তাঁকে ভালো ভাবে সামলাতে পারতেন। তিনি সচিন তেন্ডুলকর।
সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে কিংবদন্তি প্রোটিয়া পেসার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে আমাদের ভালো ভাবে সামলাতে পারতেন একমাত্র সচিন তেন্ডুলকর। এখানে বেশির ভাগ ব্যাটারই মিডল স্টাম্প গার্ড নেয়। সচিন ফ্রন্টফুটেও দুর্দান্ত ভাবে বল ছাড়ত। এখানকার মুভমেন্ট অনেক বেশি। কারও ফুটওয়ার্ক ঠিক না হলে রান করা কঠিন। এখানে ভালো ভাবে বল ছাড়তে পারলে, ক্রিজে থাকলে রান আসবেই। সচিন সেটা পারতো।’
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম টেস্ট খেলেছে সেঞ্চুরিয়নে। কাগিসো রাবাডা এবং অভিষেককারী বাঁ হাতি পেসার নান্দ্রে বার্গার ভারতীয় ব্যাটিং ধস নামিয়েছিলেন। দ্বিতীয় টেস্ট কেপটাউনে। এখানকার পিচ পরের দিকে ব্যাটিং সহায়ক হবে, এমনটাই জানান প্রোটিয়া কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড।