নয়াদিল্লি: চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজ খেলতে পারেননি। গোড়ালির চোটের হাল এখনও ভালো নয়। যে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও তিনি অনিশ্চিত। যা পরিস্থিতি তাতে, বেন স্টোকসের টিমের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট খেলতে পারবেন না। পরের তিনটে টেস্টে তিনি খেলবেন কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। পরিস্থিতি যখন এমন, তখন বাংলার পেস বোলার নিজের টিম নিয়ে উচ্ছ্বসিত। এতটাই যে, বিশ্বের যে কোনও টিমকে চ্যালেঞ্জ জানাতে পারে ভারতীয় পেসাররা। নিজে খেলতে পারবেন না, তাও কেন এমন বলছেন মহম্মদ সামি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন। ইঞ্জেকশন নিয়েও বল হাতে টিমকে সাফল্য দিয়েছেন। সামির গোড়ালির চোটের হাল ভালো নয়। আপাতত রিহ্যাব করছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। দ্রুত ফিট হয়ে মাঠে নামতে চান। তারই মধ্যে সামি আবার অর্জুন পুরস্কার পেলেন। তার আগে বাংলার পেসার বলে দিলেন, ‘আমার রিহ্যাব ভালোই চলছে। দ্রুত সুস্থ হচ্ছি। এনসিএর চিকিৎসকরা আমার ফিটনেসে খুশি। গোড়ালিতে এখনও সামান্য স্টিফনেস রয়েছে। ট্রেনিং শুরু করে দিয়েছি। আশা করছি, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক করব।’
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে পারেননি। যা নিয়ে আক্ষেপ যেমন আছে, তেমনই রয়েছে টিমের অন্য দুই পেসারকে নিয়ে তৃপ্তিও। ৩৩ বছরের পেসার বলে দিচ্ছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আমরা দারুণ পারফর্ম করেছি। প্রত্যেক বোলার সেরাটা দিয়েছে। এক কথায় ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। চোটের কারণে আমি খেলতে পারিনি ঠিকই, তবে দ্রুত আমি মাঠে ফিরব। আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলতে পারি, এই মুহূর্তে আমরাই বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং আক্রমণ। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের সময় এটা আমরা প্রমাণ করেছি। দক্ষিণ আফ্রিকা সিরিজেও দেখিয়েছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুমরা আর সিরাজ দারুণ বোলিং করেছে। এটা বলতেই পারি, বিশ্বের যে কোনও টিমকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আমাদের পেস ইউনিটের রয়েছে।’