কলকাতা: একটা সময় তাঁকে ডাকা হত পাকিস্তানের বিরাট কোহলি। দেখতে অনেকটা বিরাটের মতোই। আহমেদ শেহজাদ। পাকিস্তান ক্রিকেট মহল মনে করত, তাঁর মধ্যে প্রতিভাও রয়েছে। তবে কেরিয়ার সেই অর্থে এগোয়নি। মাত্র ১৮টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। ওয়ান ডে আন্তর্জাতিক খেলেছেন ৮১টি। দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৫৯টি। ২০১৯ সালের পর দেশের জার্সিতে আর খেলার সুযোগ হয়নি কোনও ফর্ম্যাটেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেন। বায়োপিক হলে, প্রধান ভূমিকায় কে? সেই পছন্দই জানালেন শেহজাদ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দৃষ্টি আকর্ষণ করতে নানা রকম মন্তব্য করে থাকেন পাকিস্তানের ক্রিকেটাররা। এ কোনও নতুন বিষয় নয়। তেমনই আহমেদ শেহজাদের মন্তব্য নিয়েও হইচই পড়ে গিয়েছে। সবটাই অবশ্য নেতিবাচক। নানা বিদ্রুপের সামনেই পড়তে হচ্ছে। সরকারি ভাবে প্রাক্তন বলা না হলেও, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূর দূরান্তে থাকা শেহজাদকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর বায়োপিক হলে মুখ্য চরিত্রে হলিউডের কোন অভিনেতাকে চাইবেন?
প্রশ্ন শুনে কোনওরকম দ্বিধায় ভোগেননি আহমেদ শেহজাদ। পরিষ্কার জানিয়েছেন, ব্র্যাড পিটের কথা। শেহজাদ চান, তাঁর ভূমিকায় ব্র্যাড পিটের মতো কিংবদন্তি অভিনেতাকে দেখতে। এই উত্তরটা হয়তো প্রত্যাশিত ছিল না। যিনি শেহজাদের সাক্ষাৎকার নিচ্ছিলেন, হাসি চেপে রাখতে পারেননি তিনিও। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন শেহজাদ। ১৩ টি টেস্টে ৩টি সেঞ্চুরি রয়েছে শেহজাদের।
— t (@WinterxBack) January 7, 2024
কেরিয়ারের শুরুটা দুর্দান্ত করেছিলেন। প্রথম শ্রেনি এবং লিস্ট এ ক্রিকেটে চোখ ধাধানো পারফর্ম করেই আলোয় এসেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য ধারাবাহিকতা দেখাতে পারেননি শেহজাদ।