Pat Cummins: উইলিসকে ছুঁয়ে ‘স্বপের শুরু’ প্যাট কামিন্সের

Ashes Series: ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। প্রায় দশ মাস আগে। সেই সিরিজটাও রাহানের টিম ইন্ডিয়া জিতেছিল। অস্ট্রেলিয়ার পারফরম্যান্স , বিশেষত পেস বোলারদের পারফরম্যান্স নিয়ে অনেক কথা উঠেছিল। নেতা হিসেবে তাই প্রথম টেস্ট থেকেই চ্যালেঞ্জের মুখে ছিলেন কামিন্স।

Pat Cummins: উইলিসকে ছুঁয়ে 'স্বপের শুরু' প্যাট কামিন্সের
সতীর্থ স্টার্কের সঙ্গে অধিনায়ক কামিন্স। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 4:40 PM

ব্রিসবেন: মাঠে নামার আগে বলেছিলেন, অভিষেকের দিন যেমন অনুভূতি ছিল, তেমনটাই হচ্ছে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচের আগে। আর মাঠে প্রথম দিনটা কাটানোর পর নিশ্চয়ই সপ্তম স্বর্গে আছেন অস্ট্রেলিয়ার (Australia) নতুন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। কারণটা তাঁর পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার ক্রিকেটের ইতিহাসে বোলারদের অধিনায়ক হওয়ার খুব একটা নজির নেই। সেই নজিরটাই তিনি করেছেন। আর পারফরম্যান্সে দিয়ে তৈরি করলেন আরও একটা নজির। অ্যাসেজ সিরিজে (Ashes Series) অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট। ১৯৮২ সালে ইংল্যান্ডের বব উইলিস (Bob Willis) এই কৃতিত্ব গড়েছিলেন। ২০২১ সালে যা অ্যাসেজের মঞ্চে ফিরিয়ে আনলেন প্যাট কামিন্স। তাঁর ও অস্ট্রেলিয়ার বাকি পেসারদের দাপটে অ্যাসেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড (England)।

প্রথম দিনের খেলার শেষে কি বললেন অধিনায়ক? খুব বেশি শব্দ খরচ করেননি। ছোট্ট প্রতিক্রিয়ায় অজিদের নতুন নেতা বলছেন, “দারুণ একটা শুরু। টস হারাটা খুব খারাপ ছিল না। দলের সবাই নিজেদের কাজটা ঠিকঠাক করতে পেরেছে। ইংল্যান্ডের মতো দলকে ১৫০ রানের কমে আটকে রাখাটাই প্রমাণ করে কতটা ধারাবাহিক পারফরম্যান্স করেছে দল। ব্যাক্তিগত ভাবে দুটো উইকেট পেলেই ভালো লাগত। কিন্তু পাঁচটা উইকেট! সত্যিই দারুণ শুরু।”

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। প্রায় দশ মাস আগে। সেই সিরিজটাও রাহানের টিম ইন্ডিয়া জিতেছিল। অস্ট্রেলিয়ার পারফরম্যান্স , বিশেষত পেস বোলারদের পারফরম্যান্স নিয়ে অনেক কথা উঠেছিল। নেতা হিসেবে তাই প্রথম টেস্ট থেকেই চ্যালেঞ্জের মুখে ছিলেন কামিন্স। যে চ্যালেঞ্জটা গোটা দলকে সঙ্গে নিয়ে, প্রথম দিনটা ভালই সামলে দিলেন ৪৭তম অজি অধিনায়ক। হাসিব হামিদ, বেন স্টোকস, ক্রিস ওকস, ওলি রবিনসন ও মার্ক উড। কামিন্সের উইকেট শিকারের তালিকায় আছে ইংল্যান্ডের এই ব্যাটারদের নাম। অ্যাসেজের প্রথম দিন বোলাররা অস্ট্রেলিয়াকে ফ্রন্ট ফুটে ঠলে দিয়েছেন। এ বার কাজটা ব্যাটরদের। ব্যাট হাতে কামিন্স কতটা সফল হতে পারেন সেটা পরের কথা। ড্রেসিংরুমে বসে ব্যাটরদের কি ভাবে অনুপ্রাণিত করতে পারেন সেটাই দেখার।

আরও পড়ুন: Don Bradman: ডনের ট্রিপল সেঞ্চুরির ব্যাট উঠছে নিলামে