বিরাটদের ৩৬ রুটদের ৫৮, বিপর্যয় ভুলতে দু’দলের ফোকাসে মোতেরা

sushovan mukherjee |

Feb 23, 2021 | 7:54 PM

ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে জয় তারপর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে বিপর্যয়। মোতেরা ইংল্যান্ডের চতুর্থ দিন রাতের টেস্ট হবে

বিরাটদের ৩৬ রুটদের ৫৮, বিপর্যয় ভুলতে দুদলের ফোকাসে মোতেরা
ছবি-টুইটার

Follow Us

কলকাতা: যদি বিরাটদের ৩৬ রানে বিপর্যয়ের আলোচনা এখনও না থামে, তবে চর্চা ইংল্যান্ডকে নিয়েও কম নেই। জো রুটের এই দলই কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ গোলাপি বলের টেস্টে ৫৮ রানে অল আউট হয়েছিল। ভারত কাল আমদাবাদে তৃতীয় গোলাপি টেস্ট খেলতে নামছে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে জয় তারপর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে বিপর্যয়। মোতেরা ইংল্যান্ডের চতুর্থ দিন রাতের টেস্ট হবে। রুটরা গোলাপি বলে মাত্র একটাই টেস্ট জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

জো রুট ম্যাচের আগের দিন বলছেন, ‘ভারতের ৩৬ রানে ওই হার কিন্তু আমাদের মাথাতেও আছে। আমদাবাদে ভারতকে আমরা প্রবল চাপে রাখার চেষ্টা করব। বোলাররা যদি জায়গায় বল রাখতে পারে, সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি সেটা নিশ্চিত ভাবেই সম্ভব। সেই সঙ্গে ব্যাটসম্যানদের ব্যাটেও রান থাকতে হবে।’

আরও পড়ুন:জোড়া রেকর্ডের সামনে ক্যাপ্টেন কোহলি

ঘটনা হল, রুট ভারতের ৩৬ রানে অল আউট হওয়া নিয়েই যত শব্দ খরচ করেছেন। নিজেদের ৫৮ রানে বিপর্যয় নিয়ে একটিও কথা বলেননি। ভারতের মিডিয়া কিন্তু যা নিয়ে রীতিমত সোচ্চার। অনেকেই বলছেন, রুট কি নিজের দেশের টেস্ট রেকর্ডও ভুলে গেছেন?

Next Article