MS Dhoni : চেন্নাই শিবিরে ‘শাসন’ নেই, মাহির রাজত্বে সবাই রাজা
কিছুদিন আগেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বলেছিলেন, সিএসকে-র এই সাফল্যের পিছনে কোনও রেসিপি নেই।
কলকাতা: চার বারের চ্যাম্পিয়ন, দশম বার ফাইনালে। আইপিএলের (IPL 2023) ইতিহাসে অন্যতম সফল টিম চেন্নাই সুপার কিংস। দলের সবচেয়ে বড় তারকা মুখ মহেন্দ্র সিং ধোনি। টিমের ক্রিকেটারদের গড় বয়স ৩০। তারকাখচিত দলগুলিকে পিছনে ফেলে এই ১৫ বছরে চেন্নাই সুপার কিংস হয়ে উঠেছে অন্যতম সেরা দল। এই ধারাবাহিক সাফল্যের পিছনের রহস্যটা কী? কিছুদিন আগেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বলেছিলেন, সিএসকে-র এই সাফল্যের পিছনে কোনও রেসিপি নেই। টিমের সদস্যদের উপর দল পুরোপুরি ভরসা করে। পাশাপাশি টিমের মালিকের ভূয়সী প্রশংসা করেছিলেন ধোনি। এ বার সিএসকের সাফল্যের আসল কারণ ফাঁস করে দিলেন দীপক চাহার (Deepak Chahar)। ডান হাতি মিডিয়াম পেসার একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, “সিএসকের সাফল্য লুকিয়ে দলের পরিবেশের উপর।” যেখানে বাধ্যতামূলক কিছু নেই। ধোনির রাজত্বে সবাই স্বাধীন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
দীপকের কথায়, চেন্নাই সুপার কিংস কোনও স্কুল নয়। এখানে সবাই স্বাধীন। তিনি বলেছেন, “এখানকার পরিবেশটাই আলাদা। সিএসকে শিবিরে কোনও কিছুই বাধ্যতামূলক নয়। অনুশীলনও বাধ্যতামূলক নয়। এখানে তোমাকে কেউ বলবে না, প্র্যাকটিসে যাও, জিমে যাও। সবাই পেশাদার ক্রিকেটার। ওরা জানে কখন কী করতে হবে। কেউ যদি ভাবে আজ অনুশীলন করব না, তাতেও সমস্যা নেই। কেউ জোর করবে না। কিন্তু তোমাকে মাঠে গিয়ে পারফর্ম করতে হবে।” দীপক আরও বলেন, “ম্যাচ হেরে গেলে কেউ তোমাকে এসে এর কারণ জানতে চাইবে না। মাহি ভাইও কিছু বলেন না। আমরা একটা মরসুমে ভালো খেলতে পারিনি। তাতেও কারও উপর কোনওরকম চাপ ছিল না। ”
ধোনির দলের অন্যতম অস্ত্র দীপক চাহার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মেগা ফাইনালে শুভমন গিলের বিপদ যদি কেউ হতে পারেন, তিনি হলেন দীপক। এমনটাই মনে করেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। ফাইনালে দ্রুত উইকেট তুলে নেওয়ার দায়িত্ব থাকবে চাহারের উপর। এর আগেও শুভমনকে আউট করেছেন দীপক।