AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ভারতের সামনে সেমিফাইনালে নিউজিল্যান্ড, আশা না আশঙ্কা?

IND vs NZ Semi Finals: ছুটে চলেছে ভারতের জয়রথ। টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জ্বল-জ্বল করছে টিম ইন্ডিয়ার নাম। তেইশের বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা টানা জয়ের মাধ্যমে এগিয়ে চলেছে। সব ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর সেমিফাইনালের মহাযুদ্ধে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত। অতীতের পাতা ওল্টালে দেখা যাবে, নিউজিল্যান্ডর সামনে ভারতের পারফরম্যান্স কিন্তু বরাবর ভয়ের। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত।

ICC ODI World Cup 2023: ভারতের সামনে সেমিফাইনালে নিউজিল্যান্ড, আশা না আশঙ্কা?
নিউজিল্যান্ড ও ভারত
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 9:48 AM
Share

নয়াদিল্লি: এখনও পর্যন্ত ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত যে সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। তবে আইসিসি টুর্নামেন্ট ও বিশ্বকাপের মঞ্চে কিউয়িদের বিরুদ্ধে ভারতের পারফরম্য়ান্স বরাবরই চিন্তার। তবে কি সেমিফাইনালের পরীক্ষা কঠিন হল টিম ইন্ডিয়ার কাছে? অতীতে নিউজিল্যান্ডের সামনে ভারতের পারফরম্যান্স কেমন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ছুটে চলেছে ভারতের জয়রথ। টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জ্বল-জ্বল করছে টিম ইন্ডিয়ার নাম। তেইশের বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা টানা জয়ের মাধ্যমে এগিয়ে চলেছে। সব ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর সেমিফাইনালের মহাযুদ্ধে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত। অতীতের পাতা ওল্টালে দেখা যাবে, নিউজিল্যান্ডর সামনে ভারতের পারফরম্যান্স কিন্তু বরাবর ভয়ের। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। শুধু তাই নয়, উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়ন্সশিপের ফাইনালেও কিউয়িদের কাছে হারতে হয়েছিল ভারতকে। ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এ বারই নিউজিল্যান্ডকে হারাতে সক্ষম হয়েছে মেন ইন ব্লু। ২০ বছরের ব্যবধানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই ভারতীয় দলের জয়। ২০১৯ সালে গোটা টুর্নামেন্টে অনবদ্য ক্রিকেট খেলা ভারতীয় দল সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে বিপর্যস্ত হবে তা কেউ কল্পানাই করতে পারেননি। শুরুটা দুর্দান্ত হলেও শেষ রক্ষা হয়নি ভারতের।

টুর্নামেন্টে পাঁচটা সেঞ্চুরি করা রোহিত শর্মা, ছন্দে থাকা বিরাট কোহলি, লোকেশ রাহুল সেমিফাইনালে গিয়ে ব্যর্থ হন। ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিং ধোনি কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে ধোনির রান আউটেই সব আশা শেষ হয়ে যায়। আবারও সামনে নিউজিল্যান্ড! এটা যেমন আশা যে কিউয়িদের হারাবে ভারত, তেমনই কিছুটা আশঙ্কারও। কারণ এ বারেও দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত, ধরেই নেওয়া যায় যে ভারতীয় দলের যা ফর্ম ও শক্তি তাতে লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকেও হারিয়ে দেবে তারা। কিন্তু তারপর? ওয়াংখেড়ের পিচ ব্যাটিং স্বর্গ, তবে কোথাও যেন একটা কিন্তু থেকেইন যাচ্ছে যে কোনও অঘটন ঘটবে না তো? ঘরের মাঠে বিশ্বকাপের ট্রফিটা ভারতের হাতেই উঠবে তো? না কি নিউজিল্য়ান্ডের বাঁধা পেরোতে পারবে না ভারত, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।