Prithvi Shaw : মাঝরাস্তায় মারপিট, শ্লীলতাহানির অভিযোগ! এ বার মডেল গার্লফ্রেন্ডও সঙ্গ ছাড়লেন পৃথ্বীর

Prithvi Shaw and Nidhhi Tapadiaa Break Up : সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পৃথ্বী শ-এর। চলতি বছরের প্রথমদিকে ভোজপুরী অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। পৃথ্বীর বিরুদ্ধে মারধর, হেনস্থার গুরুতর অভিযোগ আনেন স্বপ্না। এ বার পৃথ্বীর সঙ্গ ছাড়লেন তাঁর বান্ধবী নিধি তাপাড়িয়া। পৃথ্বী ও নিধির ব্রেক আপের গুঞ্জন ছড়িয়েছে।

Prithvi Shaw : মাঝরাস্তায় মারপিট, শ্লীলতাহানির অভিযোগ! এ বার মডেল গার্লফ্রেন্ডও সঙ্গ ছাড়লেন পৃথ্বীর
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 12:05 AM

কলকাতা : ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে ধরা হয় পৃথ্বী শ-কে। তবে ইদানিং প্রতিভার বিচার করতে পারছেন না মুম্বইয়ের ব্যাটার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে অত্যন্ত খারাপ পারফরম্যান্স ছিল পৃথ্বীর (Prithvi Shaw)। মাঠের বাইরেও সময়টা ভালো কাটছে না তাঁর। চলতি বছরের প্রথমদিকে ভোজপুরী অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। পৃথ্বীর বিরুদ্ধে মারধর, শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ আনেন স্বপ্না। এ বার পৃথ্বীর সঙ্গ ছাড়লেন তাঁর বান্ধবী নিধি তাপাড়িয়া। পৃথ্বী ও নিধির ব্রেক আপের (Break Up) গুঞ্জন ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন পৃথ্বী ও নিধি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেশ কিছুদিন ধরে একে অপরকে ডেট করছিলেন পৃথ্বী ও নিধি। মডেল, অভিনেত্রী নিধি তাপাড়িয়ার সঙ্গে কিছুদিন আগেই আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা গিয়েছিল পৃথ্বীকে। দু’জনে কালো রঙের পোশাক টুইনিং করে পরে এসেছিলেন। ২০২৩ আইপিএলেও পৃথ্বীর সঙ্গে সম্পর্কে ছিলেন নিধি। এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে পৃথ্বীর ব্যাট নিশ্চুপ ছিল। গ্রুপ পর্বের একেবারে শেষদিকে হাফ সেঞ্চুরি আসে তাঁর ব্যাটে। ততদিনে দিল্লির প্লে অফে ওঠার কোনও আশা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। ধরমশালায় পঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরান করেন পৃথ্বী। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গ্যালারিতে উপস্থিত বান্ধবীর দিকে ঘুরে সেলিব্রেশন করতে দেখা যায়। সেই ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন নিধি। তাহলে মাসখানেকের মধ্যে এমন কি ঘটল যে দু’জনের পথ আলাদা হয়ে গেল?

Prithvi shaw Nidhhi

পৃথ্বী ও নিধি

ইনস্টাগ্রামে একে অপকে আনফলো করে দিয়েছেন পৃথ্বী ও নিধি। দু’জনের একসঙ্গে কোনও ছবি নেই ইনস্টাগ্রামে। ভ্যালেন্টাইন্স ডে দিন বান্ধবীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ছবিতে নিধিকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন। পরে অবশ্য ছবিটি মুছে দিয়েছিলেন।