Prithvi Shaw ভিডিয়ো: যখন তোমার কেউ ছিল না… পৃথ্বীর জীবনে নতুন নারী মুখ ঢাকলেন কেন?
IPL 2025, Prithvi Shaw New Girlfriend: জাতীয় দলে জায়গা পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। শুরুটাও হয়েছিল বিধ্বংসী। কিন্তু হঠাৎ সব কিছু থেকে হারিয়ে যান। বলা ভালো, পথ হারিয়ে ফেলেন পৃথ্বী। এ বার কি ব্যক্তিগত জীবনেও বিপথে?

পৃথ্বী শ-য়ের জীবনে নতুন নারী? কিন্তু তিনি মুখ ঢাকছেন কেন! একটি ভিডিয়ো ভাইরাল হতেই এই প্রশ্ন। ভারতীয় ক্রিকেটে একটা সময় ওয়ান্ডার কিড ছিলেন পৃথ্বী শ। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত। পরবর্তী ‘সচিন’ তেন্ডুলকরের তকমাও জুটেছিল। ঘরোয়া ক্রিকেটে একের পর ধামাকা করছেন। জাতীয় দলে জায়গা পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। শুরুটাও হয়েছিল বিধ্বংসী। কিন্তু হঠাৎ সব কিছু থেকে হারিয়ে যান। বলা ভালো, পথ হারিয়ে ফেলেন পৃথ্বী। এ বার কি ব্যক্তিগত জীবনেও বিপথে?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটা সময় অটোমেটিক চয়েস ছিলেন পৃথ্বী। এ বারের মেগা অকশনে দল পাননি। মাঝে ফিটনেস নিয়ে পরিশ্রমও করতে দেখা যায়। মনে করা হচ্ছিল, ঘুরে দাঁড়াচ্ছেন পৃথ্বী। কাউন্টি ক্রিকেটে খেলেন। দেশের ক্রিকেটে অবশ্য জায়গা হচ্ছিল না। নির্বাচকদের নজরে পড়ার জন্য় যতটা পারফরম্যান্স প্রয়োজন, সেই বেঞ্চমার্কে পৌঁছতে পারেননি। আইপিএলে চেন্নাই শিবিরে জোড়া চোটের পর তাঁকে পরিবর্ত হিসেবে দেখার সম্ভাবনা ছিল। তা আর হয়নি। মাঠের বাইরে তাঁর আচরণও বারবার প্রশ্ন তুলেছে।
নিধি তাপাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন পৃথ্বী, এ যেন ওপেন সিক্রেট ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁকে দেখা যেত পৃথ্বীর সমর্থনে। সেই নিধি হঠাৎ পৃথ্বীর জীবনে যেন প্রাক্তন হয়ে যান। নিধির ইনস্টা পোস্টে ইঙ্গিত, তাঁকে ধোঁকা দিয়েছেন পৃথ্বী। যেখানে লেখা, খারাপ সময়ের তাঁর পাশে থাকা, তারপর তাঁকে চিট করতে দেখা। এই বার্তা যে পৃথ্বীকে নিয়েই, বুঝতে খুব একটা সমস্য়া হওয়ার কথা নয়। নিধি যেন সেই প্রবাদ বলতে চাইছেন, যখন তোমার কেউ ছিল না, আপন ছিলাম আমি! তবে কি পৃথ্বীর জীবনে জায়গা করে নিয়েছেন নতুন কেউ?

নিধি তাপাড়িয়াকে পৃথ্বী ধোঁকা দিয়েছেন নাকি তাদের মধ্যে অন্য কোনও সমস্যা, সেটা তাঁরাই বলতে পারবেন। কিন্তু পৃথ্বীর আচরণ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। গাড়িতে চালকের আসনে পৃথ্বী। পাশেই বসা এক নারী। যদিও ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন। প্রশ্ন সেখানেই। যারা এই ভিডিয়ো শেয়ার করেছে, তাদের দাবি, পৃথ্বীর নতুন গার্লফ্রেন্ড। কিন্তু এই নারী কে, তার কোনও পরিচয় এখনও প্রকাশ্য়ে আসেনি। মুখ ঢাকছেন যিনি, পরিচয় কি আর এত তাড়াতাড়ি সামনে আসবে?
View this post on Instagram
