পাক পেসার হ্যারিস রউফকে সপাটে ছয়, BBL-এ নজর কাড়ছেন ভারতীয় ব্যাটার
BBL Punjab's Nikhil Chaudhary: বিগ ব্যাশে অভিষেক মরসুমে নজর কাড়ছেন নিখিল। হ্যারিস রউফের সেই ওভারে আউট হলেও ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন নিখিল চৌধুরি। অভিষেক ম্যাচে ৩১ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংসও খেলেছিলেন। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা উন্মুক্ত চাঁদও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে খেলেন। সেই তালিকায় রয়েছেন নিখিল চৌধুরিও। দেশের মাটিতে পঞ্জাবের হয়ে ১৪টি ম্যাচও খেলেছিলেন। এর মধ্যে দুটি লিস্ট এ ম্যাচও রয়েছে।

সিডনি: ভারতীয় ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। এত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেন ভালো কিছুর প্রত্যাশা ছিল না পঞ্জাবের এক ক্রিকেটারের। পাড়ি দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে গিয়ে নতুন করে ক্রিকেট কেরিয়ার শুরু করেন। অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে খেলার সুযোগ কাজে লাগান। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনে খেলেন নিখিল চৌধুরি। মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে তাঁর একটি ছয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইলার। পাক পেসার হ্যারিস রউফের মতো অভিজ্ঞ পেসারের বিরুদ্ধে এমন সুন্দর ছয়! না দেখলেই নয়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হ্যারিস রউফের বোলিংয়ে নিখিল চৌধুরির চোখ ধাঁধানো শটটি এসেছে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে। হোবার্ট হ্যারিকেনের ১৭ তম ওভার। অপ স্টাম্পের অনেক বাইরে পুল লেন্থ বল করেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ। নিজের জন্য রুম তৈরি করেন। অনবদ্য শটে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে ছয় মারেন নিখিল চৌধুরি। যদিও শেষ হাসি হ্যারিস রউফেরই। নিখিলকে তিনিই পরে আউট করেন।
How talented is Nikhil Chaudhary!#BBL13 pic.twitter.com/PHzzTIz1Qz
— KFC Big Bash League (@BBL) December 28, 2023
বিগ ব্যাশে অভিষেক মরসুমে নজর কাড়ছেন নিখিল। হ্যারিস রউফের সেই ওভারে আউট হলেও ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন নিখিল চৌধুরি। অভিষেক ম্যাচে ৩১ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংসও খেলেছিলেন। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা উন্মুক্ত চাঁদও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে খেলেন। সেই তালিকায় রয়েছেন নিখিল চৌধুরিও। দেশের মাটিতে পঞ্জাবের হয়ে ১৪টি ম্যাচও খেলেছিলেন। এর মধ্যে দুটি লিস্ট এ ম্যাচও রয়েছে।





