Rafael Nadal: ‘একটুও মিস করছি না’…, অবসর নিয়ে কী বলছেন কিংবদন্তি রাফায়েল নাদাল?
Laureus Sporting Icon award: কিংবদন্তি রজার ফেডেরার বনাম রাফায়েল নাদালের ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকত পুরো বিশ্ব। সদ্য অবসর নিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল।

কলকাতা: বিশ্ব টেনিস জগতে সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম রাফায়েল নাদাল। এই স্প্যানিশ তারকা জিতেছেন একাধিক ট্রফি। এই ৩৮ বছরের তারকার ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ড স্লাম। এর মধ্যে ১৪টি গ্র্যান্ড স্লাম এসেছে ফরাসি ওপেন থেকেই। এক সময় কিংবদন্তি রজার ফেডেরার বনাম রাফায়েল নাদালের ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকত পুরো বিশ্ব। সদ্য অবসর নিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। গত বছর নভেম্বরে ডেভিস কাপ খেলে টেনিস থেকে অবসর গ্রহণ করেন নাদাল।
সোমবার মাদ্রিদে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্পোর্টস আইকনে সম্মানিত করা হয় নাদালকে। সেই অনুষ্ঠানে নাদাল বলেছেন, “সত্যি বলতে আমি টেনিসকে একটুও মিস করছি না। ক্লান্ত হয়ে পড়েছিলাম বা টেনিসের সঙ্গে লড়াই করেছিলাম বলে আমি খেলা ছেড়েছি সেটা মোটেও না। আমি চাইলে খেলা চালিয়ে যেতেই পারতাম। টেনিস আমাকে সারা জীবন খুশি রেখেছে এবং সব কিছু দিয়েছে। যখন তুমি বুঝতে পারো যে তুমি আর পারছো না, তখন থেমে যাওয়াই উচিত। তাই আমি অবসরের সিদ্ধান্ত নিই।”
নাদাল নিজের অবসর পরবর্তী জীবন নিয়েও বলেছেন,”আমি এখন আর টেনিসকে মিস করি না। কারণ, মানসিকভাবে বুঝতে পেরেছি যে আমার শরীর আর খেলার জন্য প্রস্তুত নয়। আমি এখন আর টেনিসের ম্যাচ ও খুব বেশি দেখি না। তবে হাতে গোনা কিছু ম্যাচ দেখি। তার রেজাল্টে নজর রাখি। কারণ, আমি চিরকালই খেলাধুলোর প্রতি খুব আগ্রহী।”
চোটের কারণে বহুদিন টেনিস কোর্টের বাইরে থাকার সময়ের কথা প্রসঙ্গে নাদাল বলেছেন, “আমার সেই সময় যেটা খুব খারাপ লাগতো তা হল, আমি যখন নিজের বাড়ির সোফায় বসে ভাবতাম যে আমি আবার খেলতে পারব। তখন আমি দেখলাম যে ম্যাচের জন্য যতটা ফিট হওয়া দরকার আমার শরীর তার জন্য তৈরি নয়। তখন আমি খেলা ছাড়ার সিদ্ধান্ত নিই।”
