TV9 বাংলা ডিজিটাল- রাহানে (Rahane) কেমন অধিনায়ক? বিরাট কোহলির (Virat Kohli) থেকেও ভালো?
এই প্রশ্ন যে উঠবেই, তা জানাই ছিল। মেলবোর্ন টেস্টের পর বিরাট আর রাহানের ক্যাপ্টেন্সির তুলনা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। এই দু’জনকে যিনি খুব কাছ থেকে দেখছেন, কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলে দিচ্ছেন, ‘ও খুব ধূর্ত ক্যাপ্টেন (shrewd captain)। খুবই ভালো ক্যাপ্টেন। আমার মনে হয় ওর ধীরস্থির ব্যাপারটা পুরো টিমকেই দারুণ ভাবে সাহায্য করেছে। যে কারণে উমেশের চোটের জন্য বাইরে চলে যাওয়া সত্ত্বেও টিমে প্রভাব পড়েনি।’
?️”One of the greatest comebacks in the history of the game” – @RaviShastriOfc #TeamIndia #AUSvIND pic.twitter.com/iOrOU5Agtj
— BCCI (@BCCI) December 29, 2020
বিরাট আর রাহানের মধ্যে কী ফারাক? শাস্ত্রীর কথায়, ‘দু’জনেই ক্রিকেটটা ভালো বোঝে। বিরাটের ক্রিকেট প্যাশন নিয়ে কোনও কথা হবে না। অন্য দিকে রাহানে আবার শান্ত এবং ফোকাসড। আসলে দু’জনের চরিত্র দু’রকম।’
আরও পড়ুন – অভিষেকেই শুভমন-সিরাজে গর্বিত রাহানে
মেলবোর্নের প্রথম ইনিংসে রাহানে খেলেছিলেন ১১২ রানের ইনিংস। যেটা দ্বিতীয় টেস্টে দুই টিমের মধ্যে ফারাক গড়ে দিয়েছে। শাস্ত্রী বলেছেন, ‘বড় মঞ্চে খেলার জন্য শৃঙ্খলাটা খুব জরুরি। রাহানে যখন ব্যাট করতে নেমেছিল প্রথম ইনিংসে, টিমের স্কোর ২-৬০। তার পর ও ছ’ঘণ্টা ব্যাট করেছে। আমার তো মনে হয়েছিল, ওই দিনটাই ব্যাট করার জন্য সবচেয়ে কঠিন ছিল। তার পরও রাহানেকে টলানো যায়নি। অবিশ্বাস্য মনোঃসংযোগ দেখিয়েছে ও। আমার মনে হয়, রাহানের ওই সেঞ্চুরিটাই ছিল টার্নিং পয়েন্ট।’