কলকাতা: রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সের দুই তারকা ব্যাটারের। একজন সেঞ্চুরি মিস করলেও দলকে খাদের কিনারা থেকে তুললেন। আর একজন অভিজ্ঞ ব্যাটার কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের ভরসার মর্যাদা রাখলেন। রঞ্জি ট্রফির দ্বিতীয় দিন কেকেআর-এর এক তরুণ এবং অভিজ্ঞ ব্যাটার নজর কাড়লেন। ঝাড়খণ্ডের বাঁ হাতি স্পিনার অনুকূল রায় ব্যাটিংয়ে কিছুটা অবদান রাখলেও বোলিংয়ে সাফল্য মাত্র ১ উইকেট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি করেছেন প্রোটিয়াদের বিরুদ্ধে। ওয়ান ডে সিরিজও নজর কেড়েছেন। তাঁকে ভারত এ দলের স্কোয়াডে রাখা হলেও শেষ পর্যন্ত টেস্ট স্কোয়াডের সঙ্গেই রাখা হয়। সেঞ্চুরিয়নে পরিবর্ত ফিল্ডার হিসেবেও নামানো হয়েছিল রিঙ্কুকে। তিন ফর্ম্যাটেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছেন এই তরুণ ব্যাটার। প্রোটিয়া সফর থেকে ফিরেই রঞ্জি ট্রফিতে নেমে পড়েছেন। দলকে খাদের কিনারা থেকেও তুলে আনলেন।
রঞ্জি ট্রফিতে এ বারের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন কেরলের মুখোমুখি উত্তর প্রদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রবল চাপে পড়ে উত্তর প্রদেশ। তাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ঠ শক্তিশালী। তবে টপ অর্ডার খুব একটা ভরসা দিতে পারেনি। আইপিএলের মিনি অকশনে কোটিপতি হওয়া সমীর রিজভি লাল বলের ক্রিকেটেও বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। ১৮ বলে ২৬ রানেই ইতি তাঁর ইনিংসের। ফর্ম্যাট অনুযায়ী নিজেকে কীভাবে মানিয়ে নিতে হয়, রপ্ত করেছেন রিঙ্কু সিং।
উত্তরপ্রদেশের ১২৪-৫ স্কোরে রিঙ্কু ক্রিজে আসেন। সেখান থেকে প্রথম ইনিংসে ৩০২ রানের বড় স্কোর গড়ে উত্তরপ্রদেশ। সৌজন্যে রিঙ্কু সিং। ভালো ডেলিভারিকে সম্মান দেন, তেমনই মারার বল পেলে সুযোগ নষ্ট করেননি। অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও ম্যাচের মোড় ঘোরানো ইনিংস খেলেন রিঙ্কু। ১৩৬ বলে ৯২ রান করেন এই তরুণ মিডল অর্ডার ব্য়াটার। ৮টি বাউন্ডারি এবং ২টি ছয়ও মেরেছেন।
আইপিএলের মিনি অকশনে মণীশ পান্ডেকে নিয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএলে নজর কাড়তে ব্যর্থ। কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় তথা শেষ বার ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের সদস্য মণীশ। কেকেআরে ফিরে রঞ্জিতেও নজর কাড়ছেন। প্রথম ইনিংসে পঞ্জাবকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দেয় কর্ণাটক। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ৪৫৯ রান তুলে নিয়েছে কর্ণাটক। দেবদত্ত পাডিকালের ১৯৩-এর পর সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ ব্যাটার মণীশ পান্ডেও। তাঁর ১১৮ রানের ইনিংসে ১৩টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিও রয়েছে।