Wriddhiman-Pujara: অল্পের জন্য মিস ঋদ্ধিমানের, সেঞ্চুরিতে রেকর্ড চেতেশ্বর পূজারার

Ranji Trophy 2024: দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট হেরেছিল ভারত। সেঞ্চুরিয়নে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি ডেকেছে ক্রিকেট বিশ্ব। এরপরই অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার মতো দুই তারকা ব্যাটার রঞ্জি ট্রফির প্রস্তুতির ভিডিয়ো পোস্ট করেছিলেন। কেপটাউন টেস্ট জিতলেও ভারতের ব্যাটিং আহামরি ভালো পারফর্ম করেছে বলা যায় না। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কি সুযোগ দেওয়া হতে পারে পূজারা, রাহানেকে?

Wriddhiman-Pujara: অল্পের জন্য মিস ঋদ্ধিমানের, সেঞ্চুরিতে রেকর্ড চেতেশ্বর পূজারার
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 4:25 PM

কলকাতা: রঞ্জি ট্রফিতে অল্পের জন্য সেঞ্চুরি মিস ত্রিপুরা অধিনায়ক ঋদ্ধিমান সাহার। তেমনই জাতীয় দলে ব্রাত্য চেতেশ্বর পূজারা সেঞ্চুরি করে নির্বাচকদের যেন বার্তা দিয়ে রাখলেন। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। ঋদ্ধিমান সাহাকে আগেই প্রাক্তনের দলে ঠেলে দিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। যদিও একশোর বেশি টেস্ট খেলা চেতেশ্বর পূজারাকে নিয়ে নির্বাচকদের বার্তা ছিল, পারফর্ম করলে দরজা খোলা রয়েছে। বাস্তব যদিও কঠিন। সেঞ্চুরি মেরে অবশ্য নির্বাচকদের পাল্টা বার্তা দিয়ে রাখলেন পূজারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট হেরেছিল ভারত। সেঞ্চুরিয়নে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি ডেকেছে ক্রিকেট বিশ্ব। এরপরই অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার মতো দুই তারকা ব্যাটার রঞ্জি ট্রফির প্রস্তুতির ভিডিয়ো পোস্ট করেছিলেন। কেপটাউন টেস্ট জিতলেও ভারতের ব্যাটিং আহামরি ভালো পারফর্ম করেছে বলা যায় না। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কি সুযোগ দেওয়া হতে পারে পূজারা, রাহানেকে?

রঞ্জি ট্রফির নতুন মরসুম শুরু হয়েছে গতকাল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিন সেঞ্চুরি হাঁকালেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারা। ঝাড়খণ্ডকে মাত্র ১৪২ রানে গুটিয়ে দেওয়ার পর বড় স্কোরের পথে সৌরাষ্ট্র। সৌজন্যে চেতেশ্বর পূজারার অনবদ্য ইনিংস। প্রথম শ্রেনির ক্রিকেটে এই নিয়ে কেরিয়ারের ৬১তম সেঞ্চুরি চেতেশ্বর পূজারার। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেনির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ছাপিয়ে গেলেন বিজয় হাজারেকে।

অন্য দিকে, গোয়ার বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরি মিস কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৭ রানে আউট হন ঋদ্ধি। গোয়ার হয়ে দুই উইকেট সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের।