BENGAL vs ANDHRA: তৃতীয় দিনে বাংলার প্রাপ্তি তিন উইকেট, আশঙ্কায় প্রথম ইনিংস লিড!

Jan 07, 2024 | 4:58 PM

Ranji Trophy 2024, Bengal vs Andhra: টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলা। প্রথম ইনিংসে অভিষেককারী ওপেনার সৌরভ পালের ৯৬, অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরি এবং তরুণ কিপার ব্যাটার অভিষেক পোড়েলের সৌজন্যে ৪০৯-র বড় স্কোর গড়ে বাংলা। জবাবে ১১৯-৩ স্কোরে দ্বিতীয় দিন শেষ করেছিল অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় দিনের শেষে বাংলা শিবিরে মূল চিন্তা ছিলেন অন্ধ্র প্রদেশের অধিনায়ক হনুমা বিহারি।

BENGAL vs ANDHRA: তৃতীয় দিনে বাংলার প্রাপ্তি তিন উইকেট, আশঙ্কায় প্রথম ইনিংস লিড!
Image Credit source: FACEBOOK

Follow Us

কলকাতা: অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছে বাংলা। ম্যাচের প্রথম দু-দিন বাংলাকেই এগিয়ে রাখা হয়েছিল। পরিস্থিতি ছিল তেমনই। পরিস্থিতি পাল্টে গেল তৃতীয় দিন। এখন যা পরিস্থিতি তাতে প্রথম ইনিংসে লিড পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। রঞ্জি মরসুমের প্রথম ম্যাচ। দলে একঝাঁক নতুন প্লেয়ার। সঙ্গে মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, আকাশ দীপের মতো সিনিয়ররাও রয়েছেন। তবে তৃতীয় দিন হতাশ করল বাংলা বোলিং। তৃতীয় দিনের বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলা। প্রথম ইনিংসে অভিষেককারী ওপেনার সৌরভ পালের ৯৬, অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরি এবং তরুণ কিপার ব্যাটার অভিষেক পোড়েলের সৌজন্যে ৪০৯-র বড় স্কোর গড়ে বাংলা। জবাবে ১১৯-৩ স্কোরে দ্বিতীয় দিন শেষ করেছিল অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় দিনের শেষে বাংলা শিবিরে মূল চিন্তা ছিলেন অন্ধ্র প্রদেশের অধিনায়ক হনুমা বিহারি। টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেনির ক্রিকেটেও ধারাবাহিক পারফর্মার। হাফসেঞ্চুরির পরই হনুমাকে ফেরান আকাশ দীপ। মনে হয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ এ বার বাংলার হাতেই।

বাংলাকে চিন্তায় ফেলেন রিকি ভুই। ক্রমশ বড় ইনিংসের দিকে এগচ্ছিলেন। উল্টোদিক থেকে উইকেট নিলেও রিকি ভুইকে আটকাতে ব্যর্থ বাংলার বোলাররা। সেঞ্চুরি করেন রিকি। দিনের শেষে ১০৭ রানে ক্রিজে রয়েছেন। ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলে নিয়েছে অন্ধ্রপ্রদেশ। বাংলার কাছে লিড মাত্র ৭০ রানের। শেষ দিন দ্রুত চার উইকেট নিতে না পারলে প্রথম ইনিংসে বাংলার লিড নেওয়া কঠিন। বাংলা শিবিরের প্রথম লক্ষ্য সেঞ্চুরিয়ন রিকি ভুইয়ের উইকেট।

Next Article