কলকাতা: ট্রফির খুব কাছে গিয়েও ফেরা। রঞ্জি ট্রফিতে বাংলার সামনে এমনই হচ্ছে। গত মরসুমে ফাইনালে উঠেছিল বাংলা। অনেক স্বপ্ন ছিল। যদিও ফাইনালে হার। ইডেন গার্ডেন্সে ঘাসের পিচ তৈরি বুমেরাং হয়েছিল বাংলা শিবিরে। গত বার যেখানে শেষ হয়েছিল, এ বার নতুন শুরুর অপেক্ষায়। এ মরসুমের রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম প্রতিপক্ষ অন্ধ্র প্রদেশ। বিশাখাপত্তনমে আজ রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলা দলে যেমন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারের মতো বহুযুদ্ধের নায়করা রয়েছেন, তেমনই একঝাঁক নতুন মুখ। অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমাররা দক্ষিণ আফ্রিকায়। প্রথম দু-ম্যাচের দলে এই দু-জনকে রাখা হয়নি। সামনেই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও। ফলে মুকেশকে কোন ম্যাচ থেকে পাওয়া যাবে এখনই নিশ্চিত নয়। টেস্টেও সামনে পাঁচ ম্যাচের সিরিজ। আপাতত এই দু-জন গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই অভিযান শুরু করছে বাংলা দল।
গত মরসুমে বাংলাকে ট্রফি দিয়ে ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল মনোজ তিওয়ারির। ফাইনালের আগেও আত্মবিশ্বাসী ছিলেন। যদিও শেষ ল্যাপে খেই হারায় বাংলা। এ বারও নেতৃত্বে অভিজ্ঞ মনোজ তিওয়ারিই। প্রাথমিক লক্ষ্য নকআউটে পৌঁছনো। এর জন্য শুরুটা দুর্দান্ত হওয়া প্রয়োজন। প্রথম শ্রেনির ক্রিকেটে আজ বেশ কয়েকজনের অভিষেক হতে পারে বাংলার জার্সিতে। এর মধ্যে প্রথম নাম ওপেনার সৌরভ পাল। ক্লাব ক্রিকেটে নজর কেড়েছেন। এ বার বাংলার জার্সিতে দক্ষতা প্রমাণের পালা। মুকেশ না থাকলেও বাংলার পেস বোলিং লাইন আপ ঈর্শনীয়। ঈশান পোড়েল রয়েছেন। তেমনই ক্লাব ক্রিকেট ও বিজয় হাজারে ট্রফিতে নজর কাড়া মহম্মদ কাইফের দিকে বাড়তি নজর থাকবে।
অন্ধ্র প্রদেশ দল একেবারেই হেলাফেলার নয়। বিশেষ করে বলতে হয় হনুমা বিহারির কথা। টেস্ট ক্রিকেটে একটা সময় ভারতীয় দলে নিয়মিত সুযোগ পেতেন। জাতীয় দলে প্রত্যাবর্তন করতে রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে হবে, ধারাবাহিকতা দেখাতে হবে। তেমনই আর এক গুরুত্বপূর্ণ সদস্য রিকি ভুই। শ্রীকার ভরত টেস্ট স্কোয়াডে থাকায় এই ম্যাচে তাঁকে পাবে না অন্ধ্রপ্রদেশ।
ঘোষিত ১৮ সদস্যের বাংলা দল- মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, সৌরভ পাল, শ্রেয়াংশ ঘোষ, রনজ্যোৎ সিং খাইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশ দীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াষ রায় বর্মন, সুরজ সিন্ধু জয়সওয়াল, সুমন দাস।