কলকাতা: মরসুমের প্রথম জয় আসবে? সেই আশাতেই রয়েছে বাংলা। রঞ্জি ট্রফিতে এ বার প্রথম তিন ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে বাংলা। গত ম্যাচটি ছিল ঘরের মাঠে ছত্তীশগঢ়ের বিরুদ্ধে। দুটো ইনিংস শেষ না হওয়ায় মাত্র ১ পয়েন্ট করে পেয়েছিল দু-দলই। বাংলার কাছে অবশ্য সুযোগ ছিল অন্তত তিন পয়েন্টের। মন্দ আলোয় অনেক সময় নষ্ট হলেও শেষ দিন ৮৩ ওভার খেলা হয়। বাংলার প্রয়োজন ছিল ৮ উইকেট। বোলাররা পারেননি। সেই বোলাররাই অসমে জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৫ রানের বিশাল স্কোর গড়ে বাংলা। অনুষ্টুপের পর সেঞ্চুরি করেন অধিনায়ক মনোজ তিওয়ারিও। প্রথম শ্রেনির কেরিয়ারে ৩০তম সেঞ্চুরি ক্যাপ্টেনের। এরপরই তিনি আউট। কিপার ব্যাটার অভিষেক পোড়েল এ দিন শূন্যতেই ফেরেন। বাংলাকে বিরাট ভরসা দিল লোয়ার অর্ডার। করণ লাল ৫২ রান করেন। বাংলার বড় প্রাপ্তি সুরজ সিন্ধু জয়সওয়াল। তাঁর ব্যাটের হাত কতটা ভালো, এই ম্যাচে আরও এক বার প্রমাণ করলেন। ৫২ রানের ইনিংস খেলেন সুরজ। লোয়ার অর্ডারে দুটি হাফসেঞ্চুরির ইনিংস বাংলাকে চালকের আসনে বসিয়েছে।
ব্যাট হাতে অবদান রাখলেও নিজের মূল ভূমিকা ভোলেননি পেসার সুরজ সিন্ধু জয়সওয়াল। মহম্মদ কাইফের সঙ্গে বোলিংয়ে অনবদ্য জুটি গড়েন। মাত্র ৩৫ রানেই প্রথম চার উইকেট হারায় অসম। এর মধ্যে তিনটিই সুরজের ঝুলিতে। অসমকে কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি বাংলার বোলিং আক্রমণ। অসমের চিন্তা বাড়িয়েছে রিয়ান পরাগের চোট। তিনি এখনও ব্যাটিংয়ে নামেননি। ৯৯-৮ স্কোরে দিন শেষ করেছে অসম। তিনটি করে উইকেট সুরজ ও কাইফের। অভিষেককারী অঙ্কিত মিশ্র ২টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় দিন শেষে ৩০৬ রানের লিড বাংলার। তৃতীয় দিন অসমকে দ্রুত অলআউট করে দ্বিতীয় ইনিংসে আরও কিছুটা রান করে সরাসরি জয়ের জন্য ঝাঁপানোই লক্ষ্য বাংলার। তবে প্রতিপক্ষকে ফলো অন করে ইনিংসে জিতে বোনাস পয়েন্টের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।