AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal vs Bihar: বিদায়ী ম্যাচে জয়েই নজর বাংলার কিংবদন্তি মনোজ তিওয়ারির

Ranji Trophy 2024, Bengal vs Bihar: গত বছরই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ তিওয়ারি। বাংলা ক্রিকেট সংস্থার কর্তাদের অনুরোধে সিদ্ধান্ত বদলেছিলেন। তাঁর নেতৃত্বে গত বারের রঞ্জি ট্রফির ফাইনালেও উঠেছিল বাংলা। ইডেনেই হয়েছিল সেই ফাইনাল। প্রবল আত্মবিশ্বাসী ছিল বাংলা শিবির। ফাইনালে সৌরাষ্ট্রর কাছে হার। মনোজ তিওয়ারি একাধিক বার ফাইনাল খেলেছেন। উইনার্স ট্রফির স্বাদ পাননি। আর এ বার গ্রুপ পর্বেই বিদায়।

Bengal vs Bihar: বিদায়ী ম্যাচে জয়েই নজর বাংলার কিংবদন্তি মনোজ তিওয়ারির
Image Credit: CAB, FACEBOOK
| Updated on: Feb 16, 2024 | 12:10 AM
Share

কলকাতা: নকআউটের সম্ভাবনা আগেই শেষ। এ বারের রঞ্জি ট্রফি অভিযান যদিও শেষ হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ বিহার। ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে এই ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন মনোজ তিওয়ারি। বাংলা ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র মনোজ। একটা আক্ষেপ নিয়েই অবশ্য ক্রিকেট বিদায় জানাতে হচ্ছে। রঞ্জি ট্রফির ইতিহাসে বাংলা একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বিতীয় ট্রফির খোঁজে বছরের পর বছরের অপেক্ষা। এ বারও মিটছে না সেই আক্ষেপ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছরই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ তিওয়ারি। বাংলা ক্রিকেট সংস্থার কর্তাদের অনুরোধে সিদ্ধান্ত বদলেছিলেন। তাঁর নেতৃত্বে গত বারের রঞ্জি ট্রফির ফাইনালেও উঠেছিল বাংলা। ইডেনেই হয়েছিল সেই ফাইনাল। প্রবল আত্মবিশ্বাসী ছিল বাংলা শিবির। ফাইনালে সৌরাষ্ট্রর কাছে হার। আরও এক বার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। মনোজ তিওয়ারি একাধিক বার ফাইনাল খেলেছেন। উইনার্স ট্রফির স্বাদ পাননি। আর এ বার গ্রুপ পর্বেই বিদায়।

বিহারের বিরুদ্ধে বাংলা টিম এবং মনোজ তিওয়ারির একটাই লক্ষ্য, শেষটা ভালো করা। এই ম্যাচ প্রসঙ্গে বাংলা অধিনায়ক বলছেন, ‘জয় দিয়ে এ বারের রঞ্জি অভিযান শেষ করাই লক্ষ্য। কোনও সন্দেহ নেই, এটা আমার কাছে আবেগের ম্যাচ। তবে সব ফোকাস আমার উপর থাকুক, সেটা চাই না। দল ভালো খেলুক, সেটাই লক্ষ্য। একটা লম্বা সফর কাটিয়েছি। শেষটা স্মরণীয় করে রাখতে চাই।’

মনোজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন সতীর্থ তথা বাংলা দলের হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। বলছেন, ‘মনোজের অভিষেক ম্যাচ দেখেছি আর এখন শেষ ম্যাচ দেখার সময়ও চলে এল। ওকে অনেক শুভেচ্ছা। সার্বিক ভাবে আমি চাই, এই ম্যাচটা জিতে আত্মবিশ্বাসে টুর্নামেন্ট শেষ করতে।’ গত দু-ম্যাচে মুম্বই ও কেরলের কাছে হেরেছে বাংলা। কাগজে কলমে বিহার অনেক বেশি শক্তিশালী না হলেও বাংলা শিবির সতর্ক। বাংলা শিবিরের আত্মবিশ্বাস বেড়েছে মুকেশ যোগ দেওয়ায়। বোর্ড তাঁকে এই ম্যাচ খেলার জন্য রিলিজ করেছেন। রাঁচিতে চতুর্থ টেস্টে ফের ভারতীয় দলে যোগ দেবেন মুকেশ কুমার।