কলকাতা: রঞ্জি ট্রফি রাউন্ড থ্রি-র খেলা শুরু হল আজ। খারাপ আবহাওয়ার কারণে দুটি ম্যাচ শুরুই করা যায়নি। প্রথম দিন পুরোপুরি নষ্ট। মোহালিতে ম্যাচ রয়েছে পঞ্জাব বনাম ত্রিপুরা। তেমনই মীরাটে উত্তরপ্রদেশ বনাম বিহার। এই দুটি ম্যাচের প্রথম দিন একটা বলও খেলা হল না। বাকি ম্যাচগুলির মধ্যে কারা উল্লেখযোগ্য পারফর্ম করলেন, সে দিকেই নজর। কেরিয়ারে একশো টেস্ট খেলার স্বপ্ন দেখছেন অজিঙ্ক রাহানে। তেমনই টেস্ট দলে ফেরার লক্ষ্য চেতেশ্বর পূজারার। আইপিএলের প্রস্তুতি কেমন চলছে উমেশ যাদবের! আফগানিস্তান সিরিজ জিতে রঞ্জিতে ফিরেই হিট হার্দিক পান্ডিয়ার ‘বিকল্প’। রঞ্জি ট্রফি তৃতীয় রাউন্ডের খেলার প্রথম দিনের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারের রঞ্জিতে চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি অজিঙ্ক রাহানে। গত ম্যাচে ফিরেছিলেন মুম্বই অধিনায়ক। যদিও ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি। শূন্য রানেই ফিরেছিলেন। ম্যাচ জিতেছিল মুম্বই। এই জয়ের পরই রাহানে তাঁর ইচ্ছের কথা জানিয়েছিলেন। একশো টেস্ট খেলাই তাঁর লক্ষ্য। দেড় বছরের বিরতিতে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেয়েছিলেন রাহানে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়েন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ রয়েছে। প্রথম দু-ম্যাচের দলেও জায়গা হয়নি রাহানের। রঞ্জিতে টানা দুটি শূন্য রানের ইনিংসে রাস্তা আরও কঠিন হচ্ছে রাহানের।
টেস্ট দল থেকে বাদ পড়া চেতেশ্বর পূজারা এ মরসুমে একটি ডাবল সেঞ্চুরি মেরেছেন। তৃতীয় ম্যাচে বিদর্ভর বিরুদ্ধে খেলছে সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে সৌরাষ্ট্র ২০৬ রানেই অলআউট। চেতেশ্বর পূজারা করলেন ৪৩ রান। বিদর্ভের হয়ে চার উইকেট উমেশ যাদবের। আইপিএলের জন্য যেন সেরা প্রস্তুতি সেরে নিচ্ছেন উমেশ। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ে উজ্জ্বল তরুণ পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে। আফগানিস্তান সিরিজ জিতেই রঞ্জিতে নামলেন। মুম্বইয়ের এই অলরাউন্ডার ব্যাট হাতে কেরালার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন। জাতীয় দলের ফর্ম জারি রইল প্রথম শ্রেনির ক্রিকেটেও।