
কিছু ক্রিকেটারের সীমানা থাকে ঘরোয়া ক্রিকেট অবধিই। তাদের প্রতিভার অভাব রয়েছে তা নয়। প্রয়োজনীয় সুযোগটা হয়তো পান না। তাঁদের মধ্যে অন্যতম বিদর্ভের রঞ্জিজয়ী প্রাক্তন অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে সুপারস্টার বললেও কম হয়। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচ। তাও ৩০ বছর বয়সে! সে সময় ভারতীয় ক্রিকেটে ১৬ বছর পর কোনও ৩০ বা বেশি বয়সের ক্রিকেটারের অভিষেক করার হতাশার ‘রেকর্ড’ গড়েছিলেন। জুটেছিল মাত্র একটিই আন্তর্জাতিক ম্যাচ। তাতেও নজির। কিন্তু আর সুযোগ আসেনি। এ বার পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেট তথা বিদর্ভের অন্যতম সেরা ব্যাটার ফৈয়জ ফয়জল। ঘরোয়া ক্রিকেটে লাল-বলে অভিষেক হয় সেই ২০০৩ সালে। অভিষেক প্রথম শ্রেনির ম্যাচেই ১৫১ রানের ঝকঝকে ইনিংস। শেষটা যদিও ভালো হল না। হয়তো আবেগের কাছে হার মেনেছে। কেরিয়ারের বিদায়ী ম্যাচে প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে ০। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯১৮৪ রান। খেলেছেন প্রায় ১৩৮টি প্রথম শ্রেনির ম্যাচ। ২৪টি সেঞ্চুরি। ৩৯টি হাফসেঞ্চুরি। যদিও দেশের জার্সিতে টেস্ট খেলার সুযোগ পাননি। সাদা বলের ক্রিকেটেও রেকর্ড মন্দ নয়। ১১৩টি লিস্ট এ (ঘরোয়া ওডিআই) ম্যাচে প্রায় ৩৬৪১ রান। ১০টি সেঞ্চুরি। ব্যাটিং গড় চমকে দেওয়া ৬৭.৯১!
প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেকের ১৩ বছরের পরিশ্রমে অবশেষে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ। তাও মাত্র একটি ওডিআই। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক এবং একমাত্র ওডিআইতে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছিলেন। একটি ওডিআই খেলা ক্রিকেটারদের মধ্যে যা রেকর্ড। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে একটি মাত্র ওডিআইতে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। তার আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়া অ্যাশলে উডকক ও ইংল্য়ান্ডের কিম বার্নেটের।
ইংল্যান্ড টেস্ট দলের কিপার বেন ফোকস ও দক্ষিণ আফ্রিকার জুবায়ের হামজাও একমাত্র ওডিআইতে হাফসেঞ্চুরি করেছেন। যদিও তাঁরা সক্রিয় প্লেয়ার। ফলে ভবিষ্যতে তাঁরা হয়তো ওডিআই-তে ফের খেলার সুযোগ পেতেই পারেন। ফয়জলের সেই সুযোগ আর নেই। ৩৮ বছরে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ঘরোয়া ক্রিকেটের এই তারকা ক্রিকেটার।