কলকাতা: দুবাইয়ে আইপিএলের মিনি নিলামের (IPL Auction 2024) পর আলোচনা শুরু হয়ে গিয়েছে, কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে? আইপিএলের (IPL 2024) ইতিহাসে সবচেয়ে বেশি বার খেতাব জয়ের রেকর্ড রয়েছে দুটো টিমের, চেন্নাই সুপার কিংস (CSK) ও মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ৭ বছরে ৫বার খেতাব জিতেছে মুম্বই। গতবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আবার পাঁচ বার আইপিলের ট্রফি জয়ের রেকর্ড করে ফেলেছে সিএসকে। ধোনি আগামী আইপিএলেও খেলবেন। কিন্তু রোহিত শর্মাকে নেতা হিসেবে দেখা যাবে না। মুম্বইয়েই খেলবেন কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। তার পরও আইপিএলকে হাতের তালুর মতো চেনা এক ক্রিকেটার কিন্তু কোন দুটো টিম আগামী আইপিএলে ভালো পারফর্ম করবে, ভবিষ্যদ্বাণী করলেন। কে তিনি? এবি ডে ভিলিয়ার্স। কোন দুটো টিম? মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আরসিবিকে না রেখে অন্য দুটো টিমকে বাছলেন কেন এবিডি?
নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি কিছু সমর্থকের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এবি। তাঁকে জিজ্ঞেস করা হয়, নিলামে মুম্বই ইন্ডিয়ান্স কি অন্য টিমগুলোর থেকে বেশি স্মার্ট ছিল? এবি বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস সহ আরও কয়েকটা টিম ভালো ক্রিকেটার কিনেছে। নিলামে ওরা একটা লক্ষ্য নিয়ে গিয়েছিল। নিলামে ভালো ক্রিকেটার কেনার অর্থই হল আইপিএলে ভালো পারফর্ম করা। ওরা কিন্তু প্রয়োজন মতো ক্রিকেটার কিনেছে। আবেগপ্রবণ হয়ে টিম গড়েনি।’
একই সঙ্গে প্রশ্ন করা হয়, মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকা দর দিয়ে কেকেআরের কেনার কোনও মানে আছে কি? প্যাট কামিন্সের জন্য কেনই বা হায়দরাবাদ? এই প্রশ্নে তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। ভারতের বাইরেও অনেকে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। গৌতম গম্ভীরের মতো অভিজ্ঞ ক্রিকেটার এমন ভুল করলেন কেন? এই প্রথম আইপিএলে দু’জন ক্রিকেটার ২০ কোটির বেড়া ভেঙে দিলেন। এবিডি বললেন, ‘কামিন্স, স্টার্ক দু’জনেই ভালো প্লেয়ার। কিন্তু এত দাম দিয়ে কেনার মতো? আসলে এ বারের আইপিএল নিলামে জোরে বোলারদের ডিমান্ড ছিল বেশি। যখন ডিমান্ড বেশি থাকে, তখন দামও বেড়ে যায়।’