স্বস্তি ফিরল নাইট শিবিরে, করোনামুক্ত রানা

২১ মার্চ নাইট রাইডার্সের (KKR) শিবিরে যোগ দেন তিনি। ১৯ মার্চ কোভিড টেস্টের রিপোর্ট নিয়েই নাইট শিবিরে যোগ দিয়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)। সেই কোভিড (Covid 19) রিপোর্ট নেগেটিভ ছিল। করোনা বিধি অনুযায়ী, ২২ মার্চ ফের কোভিড পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।

স্বস্তি ফিরল নাইট শিবিরে, করোনামুক্ত রানা
করোনামুক্ত নীতীশ রানা। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 7:45 PM

মুম্বই: আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। তার আগে স্বস্তি নাইট শিবিরে। করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটার নীতীশ রানা। কোভিড পজিটিভ হওয়ায় আইসোলেশনেই ছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। নাইটদের শিবির ছেড়ে এতদিন আলাদাই ছিলেন তিনি।

আরও পড়ুন: সচিনের আরোগ্য কামনা করে ট্রোলড শোয়েব

দিল্লির হয়ে বোর্ডের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি আর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলার পরই গোয়ায় ছুটি কাটাতে যান নীতীশ রানা (Nitish Rana)। ২১ মার্চ নাইট রাইডার্সের (KKR) শিবিরে যোগ দেন তিনি। ১৯ মার্চ কোভিড টেস্টের রিপোর্ট নিয়েই নাইট শিবিরে যোগ দিয়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)। সেই কোভিড (Covid 19) রিপোর্ট নেগেটিভ ছিল। করোনা বিধি অনুযায়ী, ২২ মার্চ ফের কোভিড পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। যদিও নীতীশ রানার শরীরে কোনও উপসর্গ ছিল না। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরই নিজেকে আইসোলেশনে রাখেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

আজ ফের করোনা পরীক্ষা করা হয় নীতীশ রানার (Nitish Rana)। কেকেআর টিম ম্যানেজমেন্টের বিবৃতিতে জানানো হয়, সেই রিপোর্ট নেগেটিভ। শীঘ্রই কেকেআরের অনুশীলনে যোগ দেবেন তিনি। আইপিএলের শুরু থেকেই ফিট নীতীশ রানাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নাইট টিম ম্যানেজমেন্ট।