Shubman Gill: পেশির টানে মাঠ ছেড়েছেন শুভমন গিল, আর কি সেমিফাইনালে ব্যাট হাতে নামতে পারবেন?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 15, 2023 | 6:18 PM

IND vs NZ, ICC World Cup 2023: ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে পায়ের পেশিতে টান ধরার ফলে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন গিল। মাঠে প্রথমে শুভমনকে দেখতে ছুটে আসেন ভারতীয় টিমের ফিজিয়ো। কিন্তু শুভমন আর ব্যাট করতে পারার মতো অবস্থায় ছিলেন না। যে কারণে মাঠ ছাড়েন তিনি। রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়েছেন শুভমন গিল। এ বার প্রশ্ন তিনি যেহেতু আউট হননি, রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন, তা হলে আবার কি ব্যাটিং করতে পারবেন? কী বলছে নিয়ম?

Shubman Gill: পেশির টানে মাঠ ছেড়েছেন শুভমন গিল, আর কি সেমিফাইনালে ব্যাট হাতে নামতে পারবেন?
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে কি আর ব্যাট করতে নামতে পারবেন শুভমন গিল?
Image Credit source: PTI

Follow Us

অভিষেক সেনগুপ্ত

মুম্বই: ওয়াংখেড়েতে চলছে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) মেগা ম্যাচ। মুখোমুখি রোহিতের ভারত ও উইলিয়ামসনের নিউজিল্যান্ড (India vs New Zealand)। মেগা ম্যাচে হঠাৎই বিপত্তি ভারতীয় শিবিরে। গরমের মধ্যে হঠাৎ ক্র্যাম্প হয় ভারতীয় ওপেনার শুভমন গিলের (Shubman Gill)। সেই সময় তিনি ব্যাট করছিলেন। পায়ের পেশিতে টান ধরার ফলে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন গিল। অবশ্য মাঠে প্রথমে শুভমনকে দেখতে ছুটে আসেন ভারতীয় টিমের ফিজিয়ো। কিন্তু শুভমন আর ব্যাট করতে পারার মতো অবস্থায় ছিলেন না। যে কারণে মাঠ ছাড়েন তিনি। রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়েছেন শুভমন গিল। এ বার প্রশ্ন তিনি যেহেতু আউট হননি, রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন, তা হলে আবার কি ব্যাটিং করতে পারবেন? কী বলছে নিয়ম? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত-শুভমনের ওপেনিং জুটিতে উঠেছিল ৭১ রান। এরপর দ্বিতীয় উইকেটে বিরাট রোহলির সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। ২৩তম ওভারের চতুর্থ বলে রান নেওয়ার সময় শুভমনের পায়ের পেশিতে টান লাগে। তারপরই মাঠ ছাড়েন তিনি। ৭৯ রানে অপরাজিত থেকে, রিটায়ার্ড হার্ট হন গিল। তিনি মাঠ ছাড়লে ক্রিজে আসেন শ্রেয়স। এখন ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন, কিউয়িদের বিরুদ্ধে আজ কি ফের মাঠে নেমে ব্যাটিং করতে পারবেন শুভমন গিল? কী বলছে নিয়ম?

এমসিসির নিয়ম অনুযায়ী, শুভমন গিল কিউয়িদের বিরুদ্ধে আজকের ম্যাচে আবার ব্যাটিংয়ে নামতে পারবেন। অবশ্য সেটা সম্ভব হবে টিম ইন্ডিয়ার যখন দ্বিতীয় উইকেট পড়বে। বা কেউ যদি ফের চোট-আঘাত পেয়ে মাঠ ছাড়েন। এমসিসির নিয়মের ২৫.৪.২ ধারা অনুযায়ী, যদি কোনও ব্যাটার ম্যাচের মাঝে অসুস্থ হয়ে যান, চোট পেয়ে বা অন্য কোনও কারণে মাঠের বাইরে যেতে বাধ্য হন, তা হলে তাঁকে রিটায়ার্ড হার্ট বলা হয়। এবং এই পরিস্থিতিতে তিনি কোনও ভাবেই আউট নন। তাই আবার পরবর্তীতে তিনি খেলা শুরু করতে পারেন। কিন্তু তার জন্য অবশ্যই অন্য কোনও ব্যাটারকে আউট হতে হবে। এ বার দেখার গিল আজ ফের ওয়াংখেড়েতে ব্যাট হাতে নামেন কিনা।

Next Article