Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: হতাশার কিউয়ি সিরিজ; টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড ঋষভ পন্থের!

India vs New Zealand, WTC: মর্যাদা রক্ষার তৃতীয় টেস্ট হারলেও প্রশংসনীয় পারফর্ম করেছেন শুভমন গিল, ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ৯০-এ আউট হন তিনে নামা শুভমন গিল। অন্যদিকে, ঋষভ পন্থ দু-ইনিংসেই দুর্দান্ত খেলেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়ে হতাশাও রয়েছে। আম্পায়ারিং এবং ডিআরএস টেকনোলজি নিয়েও প্রশ্ন উঠেছে।

Rishabh Pant: হতাশার কিউয়ি সিরিজ; টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড ঋষভ পন্থের!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 04, 2024 | 5:46 PM

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হতাশার হার। এই প্রথম দুইয়ের অধিক ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ। সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্ন উঠছে। মুম্বইতে মর্যাদা রক্ষার তৃতীয় টেস্ট হারলেও প্রশংসনীয় পারফর্ম করেছেন শুভমন গিল, ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ৯০-এ আউট হন তিনে নামা শুভমন গিল। অন্যদিকে, ঋষভ পন্থ দু-ইনিংসেই দুর্দান্ত খেলেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়ে হতাশাও রয়েছে। আম্পায়ারিং এবং ডিআরএস টেকনোলজি নিয়েও প্রশ্ন উঠেছে। এত অস্বস্তির মাঝেও রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর এই ফরম্যাটে জৌলুসও বেড়েছে। প্রতিটা দলই এখন চায় ম্যাচের রেজাল্ট হোক। যে কারণে টেস্ট ক্রিকেট আর ঘুমপাড়ানি নেই। মুম্বই টেস্টে ভারত হারলেও ব্যাটিংয়ে কিছু ভালো পারফরম্যান্স দেখা গিয়েছে। এর মধ্যে অন্যতম ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬০ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রথম ইনিংসে দুটি ছয় মেরেছিলেন পন্থ। দ্বিতীয় ইনিংসে পাঁচে ব্যাট করতে নেমে নিজের তৃতীয় ডেলিভারিতেই ছয় মারেন। এতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় মারার হাফসেঞ্চুরি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় ব্যাটার হিসেবে ৫০ কিংবা তার বেশি ছয়ের রেকর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসের। এখনও অবধি ৮১টি ছয় মেরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি মেরেছেন ৫৬টি ছয়। ভারতের দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ছয় মারার ৫০-এর ক্লাবে ঋষভ পন্থ। তাঁর কাছাকাছি রয়েছেন ভারতের বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। ৩৫টি ছয় মেরেছেন এই তরুণ ওপেনার।