ব্রিসবেন: অস্ট্রেলিয়া সফরে নতুন মাইলস্টোন গড়লেন ঋষভ পন্থ। ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ভারতীয় উইকেটরক্ষক হিসাবে টেস্ট ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের নজির গড়লেন পন্থ। মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় এই রেকর্ড গড়েন পন্থ। ব্রিসবেন টেস্টে মাঠে নামার আগে এক হাজার রান থেকে মাত্র চব্বিশ রান দূরে ছিলেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে আউট হন পন্থ। ফলে দ্বিতীয় ইনিংসে সহজেই হাজার রানের গণ্ডি টপকে যান এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
1000 Test runs for @RishabhPant17 ??#TeamIndia pic.twitter.com/TIzVoqA7Px
— BCCI (@BCCI) January 19, 2021
টেস্টে ২৭ ইনিংসে ১,০০০ রানের গণ্ডি টপকালেন ঋষভ পন্থ। ৩২ ইনিংসে এক হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। বাংলার ঋদ্ধিমান সাহা ৩৭ ইনিংসে এক হাজার রান করেছিলেন।
আরও পড়ুন:তামিলনাড়ুর কাছে হেরে বিপাকে বাংলা
থম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে এক হাজার রানের নজির গড়েছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার। বিশ্ব ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে দ্রুততম হাজার রানের মালিক দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। ২১ ইনিংসে এক হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন ডি’কক।