IPL 2025, Rishabh Pant ভিডিয়ো: আবারও ব্যর্থ ২৭ কোটির পন্থ, গভীর চিন্তায় লখনউ মালিক

Punjab Kings vs Lucknow Super Giants: মাত্র একটাই হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ভাবা হয়েছিল, আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার লখনউ সুপার জায়ান্টসের হয়েই প্রত্যাবর্তন হবে পন্থের। তা তো হয়ইনি। উল্টে পন্থের ফর্ম দুর্ভাবনায় ফেলে দিয়েছে টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকেও।

IPL 2025, Rishabh Pant ভিডিয়ো: আবারও ব্যর্থ ২৭ কোটির পন্থ, গভীর চিন্তায় লখনউ মালিক
Image Credit source: BCCI

May 05, 2025 | 4:18 PM

কলকাতা: সেই সুইচহিট নেই! সেই একহাতে গ্যালারিতে বল পাঠানো নেই! হুক, কাট, পুলই বা কোথায়? ঋষভ পন্থকে নিয়ে গভীর উদ্বেগে ভারতীয় ক্রিকেট মহল। সামনে ইংল্যান্ড সিরিজ। তারপর একাধিক হোম-অ্যাওয়ে সিরিজ ভারতের। তিনি নামা মানে ভারতের ব্যাটিংয়ে স্বস্তি। দেশ হোক আর দেশের বাইরে আগ্রাসী পন্থকে সামলানো কঠিন। সেই তিনিই কিনা প্রবল ব্যাটিং খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। পুরো আইপিএল জুড়ে কার্যত রান পাননি। মাত্র একটাই হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ভাবা হয়েছিল, আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার লখনউ সুপার জায়ান্টসের হয়েই প্রত্যাবর্তন হবে পন্থের। তা তো হয়ইনি। উল্টে পন্থের ফর্ম দুর্ভাবনায় ফেলে দিয়েছে টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকেও।

ব্যাটে পন্থ, বলে ছিলেন আফগান বোলার আজমাতুল্লা ওমারজাই। পন্থ স্টেপ আউট করলেন, ব্যাটে-বলে হলও। বল ফিল্ডারের হাতে আর ব্যাট চলে গেল স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে। পন্থ ফিরে গেলেন ডাগআউটে। এমনটাই দেখা গেল পঞ্জাব বনাম লখনউয়ের শেষ ম্য়াচে। ম্যাচেই লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখে হতাশা ফুটে উঠতেও দেখা গেল। রানের খরা যেন পিছু ছাড়ছেই না পন্থের। পঞ্জাবের বিরুদ্ধে বিশাল রান তাড়া করতে নেমে মাত্র ১৮ রানেই ফিরে যান পন্থ। ম্য়াচে কোনও ছাপ ফেলতে পারলেন না। আজমাতুল্লার বলে বড় শট মারতে গিয়ে হাত থেকে ব্যাট ছিটকে গেল। আউট হলেন। তাঁর এই ব্যর্থতার পরেই সঞ্জাব গোয়েঙ্কাকে রীতিমত বিচলিত দেখাল। হতাশা লুকিয়ে রাখতে পারলেন না।

চলতি মরসুমের সবচেয়ে দামি খেলোয়াড় পন্থ। সেই তিনিই কিনা বলতে গেলে সবচেয়ে খারাপ পারফর্ম করা ব্যাটারদের মধ্যে একজন। মোট ১১ ম্য়াচে মাত্র ১২৮ রান করেছেন এখনও অবধি। ছটি ম্য়াচে এক অঙ্কের স্কোর। স্ট্রাইক রেটও একশোর নীচে। এমন একটা পরিসংখ্যানও দেখা যাচ্ছে যে, এই মরসুমে অন্তত ৬০ বল খেলেছেন, এমন ৭০ ব্যাটারদের মধ্যে তিনিই একমাত্র যাঁর স্ট্রাইক রেট একশোরও নীচে। ৫ এপ্রিল লখনউকে আগের ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব ২৩৭ রানের বিশাল লক্ষ্য দেয়। লক্ষ্য তাড়া করতে নেমেই পরপর উইকেট খোয়াতে থাকে পন্থরা। ১০ ওভারে রান মাত্র ৭৪ রানে ৫ উইকেট। শেষে ৩৭ রানে হার।