চেন্নাই : ফের নব্বইয়ের গেরোয় আটকে গেলেন ঋষভ পন্থ। চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯১ রানে আউট হন তিনি। শতরান থেকে মাত্র ৯ রান দূরে থেমে গেলেন তিনি। এই নিয়ে চারবার নব্বইয়ের ঘরে আউট হলেন ঋষভ পন্থ। এর আগে দুবার ওয়েস্ট ইন্ডিজ এবং একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নব্বইয়ের ঘরে আউট হন পন্থ। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
Did You Watch – 6,6,6,6 – Rishabh Pant targets Leach
Watch what happens when @RishabhPant17 decides to take on Jack Leach. The Indian batsman hits four sixes in his three consecutive overs.
?️?️https://t.co/3LeCLN2TSP #INDvENG pic.twitter.com/rugN30RHXA
— BCCI (@BCCI) February 7, 2021
২০১৮ সালে টেস্ট অভিষেক হয় ঋষভ পন্থের। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার নব্বইয়ের গেরোয় আটকে যান তিনি। সে বার ৯২ রানে আউট হয়েছিলেন পন্থ। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ৯২ রানে আউট হন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এ বছর সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ রান করেন ঋষভ পন্থ। এ দিন ইংল্যান্ডের বিরুদ্ধে আউট হন ৯১ রানে।
আরও পড়ুন:জয়ের খোঁজে আক্রমণাত্মক ছকে মহমেডান
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টেস্টে ৫ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক অ্যালান নট এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক রডনি মার্শ টেস্টে ৪ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেন।
চিপকে ৮৮ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ। দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানের ইনিংস সাজানো ছিল নটা চার আর পাঁচটা বিশাল ছয় দিয়ে। বেসকে ছয় মারতে গিয়েই আউট হতে হয় পন্থকে। ফলে দেশের মাটিতে শতরানের জন্য অপেক্ষা বাড়ল দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানের।