Rohit Sharma on Virat Kohli: বিরাটের কাছে আমরাও শিখি… কেন বললেন রোহিত?

Indian Cricket: শুধু ভারতীয় ক্রিকেটই নয়, ফিটনেসের জন্য বিশ্ব ক্রিকেটমহলেও বিরাট কোহলিকে (Virat Kohli) আইডল মানা হয়। সেই বিরাটকেই নিয়েই উচ্ছ্বসিত রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাটের কোন গুণ জুনিয়রদের দেখে শেখা উচিত বলে মনে করছেন তিনি?

Rohit Sharma on Virat Kohli: বিরাটের কাছে আমরাও শিখি... কেন বললেন রোহিত?
Rohit Sharma on Virat Kohli: বিরাটের কাছে আমরাও শিখি... কেন বললেন রোহিত?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 29, 2024 | 12:41 PM

কলকাতা: এত চোট কেন ভাই? গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) টিম ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কে নেই তালিকায়? রোহিত শর্মা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি এবং আরও অনেকে! চোট পুরোপুরি সারার আগে কিংবা ঠিক মতো রিহ্যাব না করেই আবার ক্রিকেটে ফেরার কারণেই কি চোট বাড়ে? একঝাঁক প্রশ্নের উত্তর নানা সময় নানা ভাবে আসে। কিন্তু একজন এই চোটের তালিকায় নামই লেখাননি। লেখালেও তা মনে করা কঠিন। লম্বা কেরিয়ারে কি ভাবে চোট ছাড়া গোছানো যায়, কে হতে পারেন তার উদাহরণ? নিশ্চিত ভাবেই বিরাট কোহলি (Virat Kohli)। শুধু ভারতীয় ক্রিকেটই নয়, ফিটনেসের জন্য বিশ্ব ক্রিকেটমহলেও তাঁকে আইডল মানা হয়। সেই বিরাটকেই নিয়েই উচ্ছ্বসিত রোহিত শর্মা। বিরাটের কোন গুণ জুনিয়রদের দেখে শেখা উচিত বলে মনে করছেন তিনি?

জিও টিভিতে দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার, যে কখনও ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যায়নি। এমনকি ক্রিকেট ডেভেলপমেন্ট প্রোগ্রামেও ও যায়নি এনসিএ-তে। জুনিয়রদের ওকে দেখা শেখা উচিত, কতটা খিদে থাকলে নিজের খেলার উন্নতি করা যায়। ব্যক্তিগত কারণ ছাড়া জাতীয় টিম থেকে কখনও দূরে থাকেনি বিরাট। ও সব সময় টিমের সঙ্গেই থেকেছে। ওর ইচ্ছে হলে ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সেটা কোনও ভাবেই চোটের কারণে নয়।’

ব্যক্তিগত কারণে বিরাট কোহলি খেলতে পারছেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট। ভারত সিরিজের প্রথম টেস্টেই হেরে বসেছে ইংল্যান্ডের কাছে। বিরাট টিমে না থাকলেও ওর দায়বদ্ধতা বরাবর উদাহরণই থেকেছে টিমমেটদের কাছে। যা নিয়ে রোহিত বলেও দিচ্ছেন, ‘শুধু জুনিয়ররা কেন, আমরা সবাই ওর কাছে শিখি।’