
কলকাতা: ২৭-এর স্বপ্নে বুঁদ। কিন্তু, এখনও ২৩-এর যন্ত্রনা থেকে বেরতে পারেনি। ২৭-এ আরও একবার ভাগ্য পরীক্ষায় নামবেন। কিন্তু ২৩-এর ভাগ্য বিড়ম্বনা ভুলতে পারেনি এখনও। এতদিন গোপনেই রেখেছিলেন আক্ষেপ। এবার মন খুললেন রোহিত শর্মা। ২০২৩-এর বিশ্বকাপ ফাইনালের পর চরম সিদ্ধান্ত নেবেন ঠিক করে ফেলেছিলেন। কী ছিল সেই সিদ্ধান্ত?
মাস্টার্স ইউনিয়নের একটি অনুষ্ঠানে রোহিত শর্মা বলেছেন, ওই পরাজয় তাঁকে মানসিক ভাবে ভেঙে দিয়েছিল। এমনকি তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন ছিল। রোহিত বলেছেন, ‘২০২৩- এর বিশ্বকাপের পর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল আর খেলতে চাই না। কারণ, আমার ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট ছিল না। ব্যক্তিগত ভাবে আমার জন্য় ওটা খুবই কঠিন সময় ছিল। ২০২২ সালে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই বিশ্বকাপের জন্য় নিজেকে প্রস্তুত করেছিলাম।’ রোহিত জানান, আবার স্বাভাবিক হতে তাঁর কয়েক মাস সময় লেগেছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অবসর নিয়েছেন। ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। কিন্তু ওয়ান ডে এখনও খেলছেন। চমৎকার ছন্দেও রয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সেঞ্চুরিও করেছিলেন। ঘরের মাঠেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মেই দেখা গিয়েছে তাঁকে। এখন রোহিতের সামনে একটাই লক্ষ্য়, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। ২০২৩-এর অভিজ্ঞতা তাঁকে বোধহয় আরও নাছোড় করেছে। ২০২৭ সালের মহাযজ্ঞে বিরাট কোহলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে প্রমান করার লক্ষে এগিয়ে চলেছেন রোহিত শর্মা। তারপরই পাকাপাকি অবসরে যাবেন রোহিত।