Team India Captain: বিরাট বিদায়, ওয়ান ডে-তেও রোহিত যুগ শুরু
Rohit Sharma: টি-২০-র পাশাপাশি ভারতের ওয়ান ডে দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব এ বার রোহিতের কাঁধে।
নয়াদিল্লি: জল্পনা চলছিল। সেটাই সত্যি হল। টি-টোয়েন্টি (T20) ফর্ম্যাটের পর, ওয়ান ডে (ODI) ফর্ম্যাটেও টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের (South Africa) আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পক্ষ থেকে আজ, বুধবার এই ঘোষণা করা হল। তবে শুধু টি-টোয়েন্টি ও ওয়ান ডে নয়, ভারতের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে রোহতকেই। যে কারণে তাঁকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে তাঁকে সহ-অধিনায়ক করা হল।
কুড়ি-বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) শেষ বার ভারতের হয়ে ক্যাপ্টেন্সি সামলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে (India) নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে কিউয়িদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া।
বিরাটদের প্রোটিয়া সফরের আগে দল নির্বাচনের পাশাপাশি, টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলকে কে নেতৃত্ব দেবেন এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। টি-২০-র মতো বিরাট নিজে একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন্সি থেকে সরে আসার কথা ঘোষণা করেননি। বিরাট টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন যখন, তখন থেকেই বলা হচ্ছিল এ বার একদিনের ক্যাপ্টন্সির ব্যাটনও চলে যাবে ভিকের হাত থেকে। বিরাটের জায়গায় ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে রোহিতের নামই উঠে এসেছিল তখন। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণার পাশাপাশি, বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটারে পোস্ট করে লেখা হয়, “অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটিও মিঃ রোহিত শর্মাকে ওডিআই এবং টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে।”
The All-India Senior Selection Committee also decided to name Mr Rohit Sharma as the Captain of the ODI & T20I teams going forward.#TeamIndia | @ImRo45 pic.twitter.com/hcg92sPtCa
— BCCI (@BCCI) December 8, 2021
বিরাটদের প্রোটিয়া সফরের দল ঘোষণার দিন বড়সড় চমক পেলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের তিন ফর্ম্যাটে দীর্ঘদিন ‘এক ক্যাপ্টেন রীতি’ মেনে টিম ইন্ডিয়া চললেও এ বার সেই রীতিতে পরিবর্তন হল। কোহলির ঝুলিতে শুধু রইল টেস্ট ক্রিকেটের ব্যটন। সাদা বলের ক্রিকেটে শুরু হয়ে গেল রোহিত-যুগ।
আরও পড়ুন: India Tour of South Africa: জাডেজা-গিলের চোট, দক্ষিণ আফ্রিকা সফরের টিম নিয়ে চাপে নির্বাচকরা