Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL: ধোনি-রোহিত আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সবচেয়ে কম বয়সী ক্যাপ্টেন যাঁরা…

হার্দিক কি মুম্বই শিবিরে ষষ্ঠ ট্রফি নিয়ে আসতে পারবেন? আইপিএলে প্রথম বার নেতা হয়ে তিনি গুজরাটকে চ্যাম্পিয়ন বানিয়ে দেখিয়েছিলেন। এ বারও তেমনটা হতেই পারে। আশায় বুক বাঁধছেন হার্দিকের অনুরাগীরা। আইপিএল শুরু হতে কয়েক মাস দেরি। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক, অতীতে সবচেয়ে কম বয়সে আইপিএল খেতাব জিতেছেন কোন অধিনায়করা।

IPL: ধোনি-রোহিত আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সবচেয়ে কম বয়সী ক্যাপ্টেন যাঁরা...
ধোনি-রোহিত আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সবচেয়ে কম বয়সী ক্যাপ্টেন যাঁরা...
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 9:00 AM

কলকাতা: মরুশহরে হওয়া আইপিএল-২০২৪ এর নিলাম (IPL 2024) নিয়ে বিরাট হইচই হয়েছিল। ১০ ফ্র্যাঞ্চাইজি ২০২৩ সালের শেষে দুবাইতে কোমর বেঁধে প্লেয়ারদের দলে নিতে নেমেছিল। তেইশের ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে ১০ দল ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা দিয়ে মোট ৭২জন ক্রিকেটারকে কিনেছে। এ বারের আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন বিশ্বজয়ী অজি তারকা বোলার মিচেল স্টার্ক। তাঁকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছেন গৌতম গম্ভীর। এ বছরের আইপিএলের (IPL) আগে বড় চমক দেখা গিয়েছিল। নিশ্চিতভাবেই তা হল, গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার যাওয়া। শুধু তাই নয়, এ বারের আইপিএলে তিনিই মুম্বইয়ের নেতা। হার্দিক কি মুম্বই শিবিরে ষষ্ঠ ট্রফি নিয়ে আসতে পারবেন? আইপিএলে প্রথম বার নেতা হয়ে তিনি গুজরাটকে চ্যাম্পিয়ন বানিয়ে দেখিয়েছিলেন। এ বারও তেমনটা হতেই পারে। আশায় বুক বাঁধছেন হার্দিকের অনুরাগীরা। আইপিএল শুরু হতে কয়েক মাস দেরি। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক, অতীতে সবচেয়ে কম বয়সে আইপিএল খেতাব জিতেছেন কোন অধিনায়করা।

কম বয়সে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়কের তালিকা—

  1. রোহিত শর্মা – ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম বার আইপিএল ট্রফি দিয়েছিলেন। সেই সময় রোহিত শর্মার বয়স ছিল ২৬ বছর।
  2. মহেন্দ্র সিং ধোনি – ২০১০ সালে চেন্নাই সুপার কিংসকে প্রথম বার আইপিএল ট্রফি জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় ধোনির বয়স ছিল ২৮ বছর। এখনও ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি সিএসকেতেই আইপিএলে খেলেন।
  3. হার্দিক পান্ডিয়া – ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও রয়েছেন সবচেয়ে কম বয়সী ক্যাপ্টেন হিসেবে আইপিএল খেতাব জেতার তালিকায়। ২০২২ সালের আইপিএলে আত্মপ্রকাশ হয় গুজরাট টাইটান্স টিমের। আর ২০২২ সালে তিনি গুজরাট টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। ওই সময় হার্দিকের বয়স ছিল ২৮ বছর।
  4. ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সিতে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই সময় ডেভিড ওয়ার্নারের বয়স ছিল ২৯ বছর।
  5. গৌতম গম্ভীর – সবচেয়ে কম বয়সে আইপিএল খেতাবজয়ী অধিনায়কের তালিকায় রয়েছেন গৌতম গম্ভীরও। ২০১২ সালে তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স প্রথম বার আইপিএল খেতাব জিতেছিল। সেই সময় গৌতমের বয়স ছিল ৩১ বছর।