MI vs RR : মুম্বই-রাজস্থান; এক ম্যাচ, আকর্ষণ অনেক, জেনে নিন একাদশও
Rohit Sharma, MI vs RR : স্পেশাল দিনে স্পেশাল ম্য়াচের অপেক্ষা ওয়াংখেড়েতে। রোহিত শর্মার জন্মদিন, তেমনই মুম্বই ইন্ডিয়ায়ন্স অধিনায়ক হিসেবে ১৫০তম ম্য়াচে নামছেন হিটম্য়ান। আরও কেন আকর্ষণীয় এই ম্য়াচ?

মুম্বই : ওয়াংখেড়েতে মাইলফলকের ম্য়াচ। নানা দিক থেকেই। ২০০৮ সালে পথ চলা শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। টুর্নামেন্টের ইতিহাসে হাজারতম ম্য়াচ। ওয়াংখেড়েতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুম অবশ্য ভালো যায়নি। তবে এ বছরও পরিস্থিতি খুব ভালো নয়। স্পেশাল দিনে স্পেশাল ম্য়াচের অপেক্ষা ওয়াংখেড়েতে। রোহিত শর্মার জন্মদিন, তেমনই মুম্বই ইন্ডিয়ায়ন্স অধিনায়ক হিসেবে ১৫০তম ম্য়াচে নামছেন হিটম্য়ান। আরও কেন আকর্ষণীয় এই ম্য়াচ? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত মরসুমেও রোহিতের জন্মদিনে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। টসে সেই কথাই রোহিতকে মনে করিয়ে দিলেন সঞ্চালক রবি শাস্ত্রী। গত মরসুমে সেই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা টসে জানালেন, ‘এ বারও একই রেজাল্ট হোক, সেটাই চাই।’ মাইলফলকের ম্য়াচে টস জিতলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন। অবাক করে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
মাইল ফলকের ম্য়াচকে স্মরণীয় করে রাখল ভারতীয় ক্রিকেট বোর্ডও। ম্য়াচ শুরুর আগে দুই অধিনায়ক সঞ্জু স্য়ামসন এবং রোহিত শর্মার হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হল। আইপিএলের জন্মলগ্নে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন সচিন তেন্ডুলকর এবং রাজস্তান রয়্য়ালসে কুমার সাঙ্গাকারা। দু-জনই এখনও মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্য়ালসে যুক্ত। ভূমিকা পাল্টেছে শুধু। ওয়াংখেড়েতে ম্য়াচের আগে ফায়ারওয়ার্ক। গ্য়ালারিও প্রস্তুত নানা দিক থেকে স্মরণীয় একটা ম্য়াচের সাক্ষী থাকতে। ম্য়াচের আগে জাতীয় সঙ্গীতও হল। আইপিএলকে বিশ্বের সেরা লিগ গড়ে তোলার জন্য পুরো দেশকেই কৃতজ্ঞতা জানানো হল বোর্ডের তরফে।
মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ক্য়ামেরন গ্রিন, টিম ডেভিড, তিলক ভার্মা, কুমার কার্তিকেয়, আর্শাদ খান, পীযুষ চাওলা, রাইলি মেরেডিথ, জোফ্রা আর্চার
রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সোয়াল, জস বাটলার, দেবদত্ত পাডিকাল, সঞ্জু স্য়ামসন, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট
