AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanath Jayasuriya: অবশেষে ভারতকে হারানোর পুরস্কার! শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন অধ্যায়

Sri Lanka Cricket: ক্রিস সিলভারউডের বিদায়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বজয়ী সনৎ জয়সূর্যকে। টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়। বাকি দুটি ম্যাচ জিতে সিরিজও জিতে নেয় শ্রীলঙ্কা। ২৭ বছর পর সনৎ জয়সূর্যর কোচিংয়ে সেই নজির।

Sanath Jayasuriya: অবশেষে ভারতকে হারানোর পুরস্কার! শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন অধ্যায়
Image Credit: PTI FILE
| Updated on: Oct 07, 2024 | 5:56 PM
Share

দীর্ঘ ২৭ বছর পর দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল শ্রীলঙ্কা। অবশেষে তার পুরস্কার পেলেন সনৎ জয়সূর্য! টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় দল। তার আগে জিম্বাবোয়েতে তরুণ দল পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কায় ভারতীয় দলের হেড কোচ হিসেবে অভিষেক হয় গৌতম গম্ভীরের। অন্য দিকে, ক্রিস সিলভারউডের বিদায়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বজয়ী সনৎ জয়সূর্যকে। টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়। বাকি দুটি ম্যাচ জিতে সিরিজও জিতে নেয় শ্রীলঙ্কা। ২৭ বছর পর সনৎ জয়সূর্যর কোচিংয়ে সেই নজির।

ভারতের বিরুদ্ধে সিরিজের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে ক্লিনসুইপ। কিউয়িদের বিরুদ্ধেও ১৫ বছর পর টেস্ট সিরিজ জয়ের নজির। এরপর থেকেই জল্পনা চলছিল, সনৎ জয়সূর্যকে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। অবশেষে তাই হল। সনৎ জয়সূর্য আর শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ নন। তাঁকে পূর্ণ সময়ের কোচ করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ অবধি শ্রীলঙ্কার কোচের দায়িত্বে সনৎ জয়সূর্য। মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও রয়েছে শ্রীলঙ্কা। বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে-‘টিম ভালো পারফর্ম করছে, ক্রমশ উন্নতি করছে। ভারত, ইংল্যান্ডের পর নিউজিল্যান্ড। অন্তর্বর্তী কোচ হিসেবে সাফল্য দিয়েছেন জয়সূর্য।’ শ্রীলঙ্কার কোচ হিসেবে পূর্ণ দায়িত্বে জয়সূর্যর প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।