বিশ্বজয়ী দলের সদস্য। জিম্বাবোয়েতে ভারতের তরুণ দলে অভিজ্ঞ সদস্য সঞ্জু স্যামসন। প্রথম দু-ম্যাচে অবশ্য ছিলেন না। তৃতীয় ম্যাচ থেকে সরাসরি একাদশে জায়গা করে নেন। সেই ম্যাচে খুব বেশি সুযোগ পাননি। হাতে গোনা কয়েকটি ডেলিভারি খেলেছিলেন। গত কাল চতুর্থ টি-টোয়েন্টিতে যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ফলে ব্যাটিংয়ে নামারই সুযোগ পাননি সঞ্জু। শেষ ম্যাচে সঞ্জু স্যামসন শো। হাফসেঞ্চুরি দিয়েই জিম্বাবোয়ে সফর শেষ করলেন ভাইস ক্যাপ্টেন। এই ইনিংসে রয়েছে বিশাল একটা ছয়ও।
জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ইনিংসের চতুর্থ ওভারেই ক্রিজে আসতে হয় ভাইস ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে। প্রথম দু-ম্যাচে ভাইস ক্যাপ্টেন ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। শেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। চারে নামেন সঞ্জু। ইনিংস গড়াতেই মন দেন। দায়িত্বশীল ব্যাটিং। সেট হতেই বিধ্বংসী মেজাজে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ছয়ের মাইলফলকও পেরোন সঞ্জু।
আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি সঞ্জুর ব্যাটে। ৩৯ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন। এর মধ্যে রয়েছে ১১০ মিটারের বিশাল ছয়। ইনিংসের দ্বাদশ ওভারে লেগস্পিনার ব্র্যান্ডন মাভুতার বোলিংয়ে এই ১১০ মিটারের ছয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে সিক্সের ট্রিপল সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। একটা সময় মনে হয়েছিল, পুরো ২০ ওভারই ব্য়াট করার মেজাজে রয়েছেন সঞ্জু। তবে রানের গতি বাড়াতে গেলে ঝুঁকি থাকেই।
শেষ অবধি ৪৫ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ফেরেন ভাইস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। একটি মাত্র বাউন্ডারি এবং চারটি ছয় মারেন সঞ্জু। হারারেতে স্যামসন শো দেখার সুযোগ মিলল ক্রিকেট প্রেমীদের।
300+1 𝘴𝘪𝘹𝘦𝘴 𝘪𝘯 𝘛20𝘴 👏
Samson deposits two 6️⃣s to add a dozen runs to #NewTeamIndia’s total 🙌
Watch #ZIMvIND LIVE on #SonyLIV 🍿 pic.twitter.com/wakEG5HMMy
— Sony LIV (@SonyLIV) July 14, 2024