সাহেবদের বিরুদ্ধে দাদার দাপট, ভাই কাঁদালেন আইরিশদের!

Sarfaraz Khan-Musheer khan: আমেদাবাদে ইংল্যান্ড ও ভারত এ দলের চারদিনের ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৫২ রানেই অলআউট করে ভারত। জবাবে ভারতের ইনিংস শেষ হয় ৪৯৩-এর বিশাল স্কোরে। মাত্র ৮৯ বলে সেঞ্চুরি করেন সরফরাজ খান। এতেই থামেননি। তাঁর ইনিংস শেষ হয় ১৬০ বলে ১৬১ রানে। ১৮টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি মারেন সরফরাজ। লাল বলের ক্রিকেটে সাহেবদের বিরুদ্ধে একশোর ওপর স্ট্রাইকরেটে বিধ্বংসী ইনিংস! দাদার মতো ভাই মুশির খানও দুর্দান্ত ব্যাটিং করলেন ব্লুমফন্টেনে।

সাহেবদের বিরুদ্ধে দাদার দাপট, ভাই কাঁদালেন আইরিশদের!
Image Credit source: ICC, X
Follow Us:
| Updated on: Jan 25, 2024 | 5:32 PM

ব্লুমফন্টেন: দাদা-ভাইয়ের দিন! এমনই বলা যায়। দাদা খেলছেন আমেদাবাদে। ভাই দক্ষিণ আফ্রিকায়। প্রত্যাশা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা পাবেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার। বিরাট কোহলি প্রথম দু-ম্যাচ থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় সরফরাজের প্রত্যাশা বেড়েছিল। যদিও সুযোগ হয়নি টেস্ট টিমে। বিরাটের পরিবর্ত নেওয়া হয়েছে রজত পাতিদারকে। তারই যেন জবাব দিলেন ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে। অন্য দিকে, ব্লুমফন্টেনে আয়ার্ল্যান্ডের বোলারদের কাঁদালেন ভাই মুশির খান। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আমেদাবাদে ইংল্যান্ড ও ভারত এ দলের চারদিনের ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৫২ রানেই অলআউট করে ভারত। জবাবে ভারতের ইনিংস শেষ হয় ৪৯৩-এর বিশাল স্কোরে। মাত্র ৮৯ বলে সেঞ্চুরি করেন সরফরাজ খান। এতেই থামেননি। তাঁর ইনিংস শেষ হয় ১৬০ বলে ১৬১ রানে। ১৮টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি মারেন সরফরাজ। লাল বলের ক্রিকেটে সাহেবদের বিরুদ্ধে একশোর ওপর স্ট্রাইকরেটে বিধ্বংসী ইনিংস! দাদার মতো ভাই মুশির খানও দুর্দান্ত ব্যাটিং করলেন ব্লুমফন্টেনে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে নেমেছে ভারত। মংগং ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় আয়ার্ল্যান্ড। শুরুতেই গত ম্যাচের অন্যতম নায়ক আদর্শ সিংয়ের (১৭) উইকেট হারায় ভারত। গত ম্যাচে বোলিং-ফিল্ডিংয়ে কামাল করলেও ব্যাট হাতে রাখতে পারেননি মুশির খান। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় যুব দলের থ্রি-ডি ক্রিকেটারের। ১০৬ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস মুশিরের। ৯টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি তাঁর ইনিংসে। মুশিরের সেঞ্চুরি এবং বাকিদের ছোট ছোট ইনিংসে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০১ রান তোলে ভারত।

ভারতীয় ক্রিকেটে পারফরম্যান্সের দিক থেকে এ যেন ‘ব্রাদার্স ডে’। দাদা লাল বলের ক্রিকেটে ড্যাডি হান্ড্রেডে নজর কাড়লেন, অন্য দিকে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি হাঁকালেন ভাই। প্রথম শ্রেনির ক্রিকেটে সরফরাজ-মুশির একসঙ্গে খেলেছেন। সিনিয়র দলেও সেই সুযোগ আসবে, স্বপ্নে বুঁদ দুই ভাই।