
কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে নজির গড়লেন সরফরাজ খান। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন তিনি। টেস্টে অভিষেক হয়েছে। কিন্তু দল থেকে বাদ পড়ে গিয়েছেন। ওয়ান ডে টিমে সুযোগ মেলে না। ঘরোয়া একদিনের প্রতিযোগিতায় জবাব দিলেন সরফরাজ। এর আগে বরোদার অতীত শেঠ ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৬ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। সরফরাজের পঞ্জাবের বিরুদ্ধে মাত্র দ্রুততম হাফসেঞ্চুরি করতে লেগেছে এক বল কম। অভিষেক শর্মার এক ওভারে তুলে নেন ৩০ রান।
মুম্বইয়ের ক্রিকেটার এই ইনিংসে ২০ বলে ৬২ রান করেছেন। ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত মায়াঙ্ক মারকান্ডের বলে শেষ পর্যন্ত আউট হন। তবে সরফরাজের এই দুর্দান্ত ইনিংসের পরও জিততে পারেনি মুম্বই। ২১৬ রানের লক্ষ্য় নিয়ে ব্যাট করতে নেমে মুম্বই হেরে যায় মাত্র ১ রানে। শুরুতেই আউট হন অঙ্গকৃষ রঘুবংশী (২৩)ও মুশির খান (২১)। ক্য়াপ্টেন শ্রেয়স আইয়ার ৪৫ রান করলেও মায়াঙ্কের বলে তিনিও বোল্ড হন। পরে সূর্যকুমার যাদব (১৫), শিবম দুবে (১২) ও হার্দিক তামারে (১৫) করলে ম্যাচ কার্যত পঞ্জাবের হাতে চলে যায়। এরপর সরফরাজের ব্য়াটে মুম্বই ম্যাচে ফেরার সম্ভাবনা দেখা দিলেও জয় হয় পঞ্জাবেরই।
মুম্বইয়ের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স গুরনুর ব্রার ও মায়াঙ্কের। দু’জনেই ৪টি করে উইকেট নেন। এ ছাড়া কৃষ ভগত ও হারনুর সিং নেন ১টি করে উইকেট। এই ম্যাচের শেষ হাসি হাসে পঞ্জাব। জয় পেলেও ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দুতে সরফরাজ খান।