IND vs PAK, U19 Asia Cup: শাজিবের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান, ১৩ বছরের কোটিপতি বৈভরের সামনে বিরাট চ্যালেঞ্জ

Nov 30, 2024 | 2:52 PM

U19 Asia Cup 2024: দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক ক্যাপ্টেন। শাজিব খান ও উসমান খান এই দুই ওপেনার মিলে অনবদ্য পার্টনারশিপ গড়েন। বাঁ-হাতি তরুণ শাজিবের ১৫৯ রানের সুবাদে বিশাল টার্গেট খাড়া করেছে পাকিস্তান।

IND vs PAK, U19 Asia Cup: শাজিবের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান, ১৩ বছরের কোটিপতি বৈভরের সামনে বিরাট চ্যালেঞ্জ
IND vs PAK, U19 Asia Cup: শাজিবের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান, ১৩ বছরের কোটিপতি বৈভরের সামনে বিরাট চ্যালেঞ্জ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বাইশ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই ক্রিকেট প্রেমীদের মনে উত্তেজনার চোরাস্রোত বয়ে চলে। দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) মঞ্চে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক ক্যাপ্টেন। শাজিব খান ও উসমান খান এই দুই ওপেনার মিলে অনবদ্য পার্টনারশিপ গড়েন। বাঁ-হাতি তরুণ শাজিবের ১৫৯ রানের সুবাদে বিশাল টার্গেট খাড়া করেছে পাকিস্তান। আমনের ভারত কি এ বার পারবে পাকিস্তানকে টেক্কা দিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় হাসিল করতে?

পাকিস্তানের শাজিব ও উসমান ওপেনিং জুটিতে ১৬০ রানের পার্টনারশিপ গড়েন। ৩১তম ওভারে এসে ভারতকে প্রথম সাফল্য এনে দেন আয়ুষ মাহত্রে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে একা অফ স্পিনার কিরন ছোরমালে। তিনি উইকেটের চেষ্টা করছিলেন। সফল হননি। এরপর ৩১তম ওভারে বাঁ হাতি দু’জন ওপেনারের বিরুদ্ধে ক্যাপ্টেন আমন পার্ট টাইম বোলার আয়ুষ মাহত্রেকে নিয়ে এসে সফল হন। ২টো ব্রেক থ্রু দেন আয়ুষ। উসমান খান ওপেনিংয়ে নেমে ৯৪ বলে ৬০ করেন। আয়ুষ যদি শাজিব ও উসমান জুটি ভাঙতে না পারতেন তা হলে পাকিস্তান ৩০০ স্কোর খাঁড়া করতে পারত। সেটা আটকে দেন আয়ুষ।

এরপর তিনে নামা ডান হাতি হারুণকেও ফেরান আয়ুষ। তিন করে মাঠ ছাড়েন তিনি। সামর্থ নাগরাজ প্রথম স্পেলে ভালো বল করেছিলেন। পরের দিকে চাপ সৃষ্টি করে ৩ উইকেট নিয়েছেন। সামর্থ ৪৪তম ওভারে জোড়া উইকেট নেন। ওভারের তৃতীয় বলে ফেরান মহম্মদ রিজাউল্লাহকে (২৭)। আর পরের বলে তিনি তুলে নেন ফারহান ইউসাফের (০) উইকেট। ওপেনিংয়ে নেমে শেষ অবধি ক্রিজে ছিলেন শাজিব। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে শাজিবকে ফেরান সামর্থ। ১৪৭ বলে ১৫৯ রান করার পথে ৫টি চার ও ১০টি ছয় মেরেছেন শাজিব।

এই খবরটিও পড়ুন

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলে পাকিস্তান। ভারতের টার্গেট ২৮২। পরের দিকে উইকেট স্লো হতে পারে। যার ফলে রান তাড়া কঠিন হতে পারে। ভারতীয় শিবিরে বিশেষ নজর রয়েছে মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে কোটপতি হওয়া ভারতীয় তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীর দিকে। আয়ুষ মাহত্রে-আমনরা কি পারবেন পাকিস্তানকে টেক্কা দিতে।

Next Article