সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, বিকল্প সিরাজ

বাকি টেস্ট সিরিজে শামিকে আর পাওয়া যাবেনা। ইতিমধ্যে দলের আরেক পেসার মহম্মদ সিরাজকে  তৈরি থাকতে বলা হয়েছে বাকি সিরিজের জন্য।

সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, বিকল্প সিরাজ
অ্যাডিলেডে গুরুতর চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন শামি ছবি সৌঃ ট্যুইটার

| Edited By: sushovan mukherjee

Dec 19, 2020 | 10:54 PM

অ্যাডিলেডঃ অ্যাডিলেডে ( Adeliade Test) লজ্জার দিনের শেষে ভারতীয় (India)শিবিরের পক্ষে খারাপ খবর। ম্যাচে কামিন্সের বলে ডানহাতের কনুইয়ে চোট পান শামি। চোট এতটাই গুরুতর হয়, যে আর ব্যাট করতে পারেননি মহম্মদ শামি (Mohammed Shami)। লজ্জার হারের শোকের মধ্যেই শামিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এমআরআই করা হয় ভারতীয় পেসারের।

রাতে রিপোর্ট দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অস্বস্তি আরও বেড়েছে। বিসিসিআই( BCCI) সূত্রের খবর, শামির ডান হাতের কব্জিতে চিড় ধরেছে। বাকি টেস্ট সিরিজে শামিকে আর পাওয়া যাবেনা। ইতিমধ্যে দলের আরেক পেসার মহম্মদ সিরাজকে  (Mohammed Siraj) তৈরি থাকতে বলা হয়েছে বাকি সিরিজের জন্য।

আরও পড়ুন:বিরাটের ব্যর্থতায় ট্রোলড অনুষ্কা

তবে শামিকে এখনই দেশে পাঠানো হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।