Ranji Trophy: টেস্ট টিমে জায়গা ধরে রাখতে রঞ্জিতে নামছেন শ্রেয়স, ঈশানকে নিয়ে ধোঁয়াশা!

Ranji Trophy 2024, Shreyas Iyer-Ishan Kishan: রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে কাল থেকে। দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ অন্ধ্র প্রদেশ। প্রথম ম্যাচে বাংলার বিরুদ্ধে তিন পয়েন্ট সংগ্রহ করেছে অন্ধ্র। মুম্বই জয় দিয়েই রঞ্জি অভিযান শুরু করেছে। যদিও প্রথম ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক অজিঙ্ক রাহানে। দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন। অন্ধ্র প্রদেশ ম্যাচের জন্য মুম্বই স্কোয়াডে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে।

Ranji Trophy: টেস্ট টিমে জায়গা ধরে রাখতে রঞ্জিতে নামছেন শ্রেয়স, ঈশানকে নিয়ে ধোঁয়াশা!
Image Credit source: PTI

Jan 11, 2024 | 7:45 PM

কলকাতা: দীর্ঘ সময় ধরেই ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন শ্রেয়স আইয়ার। যদিও জায়গা মজবুত করতে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা সফর তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। একই কথা প্রযোজ্য কিপার ব্যাটার ঈশান কিষাণের জন্যও। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল ঈশানের। ভালো পারফর্মও করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে তাঁর খেলা নিশ্চিত ছিল। শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে নাম তুলে নেন ঈশান। এরপর থেকেই নানা জল্পনা। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। জায়গা ধরে রাখতে রঞ্জি ট্রফিতে ফিরছেন শ্রেয়স। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে কাল থেকে। দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ অন্ধ্র প্রদেশ। প্রথম ম্যাচে বাংলার বিরুদ্ধে তিন পয়েন্ট সংগ্রহ করেছে অন্ধ্র। মুম্বই জয় দিয়েই রঞ্জি অভিযান শুরু করেছে। যদিও প্রথম ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক অজিঙ্ক রাহানে। দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন। অন্ধ্র ম্যাচের জন্য মুম্বই স্কোয়াডে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। বোর্ডের নির্দেশেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রঞ্জিতে বড় স্কোর গড়তে পারলে ভালো। নয়তো জায়গা হারাতে হতে পারে শ্রেয়সকে। দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে খেলার সম্ভাবনা ছিল ঈশান কিষাণের। ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। মানসিক অবসাদের জন্য সরে দাঁড়ান বলেও খবর। এরপর অবশ্য তাঁকে নিয়ে অনেক জল্পনাই চলছে। দক্ষিণ আফ্রিকায় টেস্টে কিপিং করেন লোকেশ রাহুল। সীমিত ওভারের ক্রিকেচ আর টেস্ট যে এক নয়, অনেকাংশে বুঝেছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে স্কোয়াডে ঈশান জায়গা না পাওয়ায় জল্পনা বাড়ে। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে রাহুলকে কিপিং থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। ভারতে টার্নিং পিচে অশ্বিন-জাডেজাদের বিরুদ্ধে সেফ কিপার চাই। ঈশানকে রঞ্জি খেলে প্রস্তুতি সারতে বলা হয়েছে, এমনটাই সূত্রের খবর।